শরীর জুরে রাজ্যের আলস্য ভর করেছে
কবিতার খাতায় ভীষণ খরা, কবিতার হাহাকার ।
চারিদিকে হাজারো সমস্যা, কেন বৃষ্টি হয়নি, ঘাসের বুকে
কেন শিশির জমেনা, কাশফুল ফুটতে কেন এতো দেরি ?
হাজারো প্রশ্ন সমাধান খুঁজতে সময় কোথা দিয়ে যেন পালিয়ে যায়
তুমিই বল, আমি কি আর অন্ধ কবি ?
আমার তৃষ্ণার্ত নয়ন খুঁজে ফেরে অকৃত্তিম সৌন্দর্য, খোঁজে উন্মাদ ভালোবাসা ।
সৌন্দর্যের আঁধার পালিয়ে বাঁচে আর উন্মাদ ভালোবাসা, সেতো
আজও পাওয়া হয়নি । প্রতিনিয়ত খুঁজে চলি ।
একদণ্ড ছায়ায় দাঁড়াবো বলে অনেকদূর হেঁটেছি অথচ
কোথাও একখণ্ড মেঘ অথবা তরুছায়া পাইনি
ক্লান্ত হয়ে দ্বারে দ্বারে ফিরেছি, তবুও কোন রমণী একগ্লাস জল সাধেনি ।
আমার কি আত্নসম্মান বোধ নেই, কেন আমার প্রয়োজন কেউ বুঝে না !
আমি কি অভিমান করতে ভুলে গেছি !
আজকাল অভিমান করিনা, এম্নিতেই দূর্বোধ্য ।
চারিদিকে ভেজাল এবং কৃত্তিমতা, এরি মাঝে নির্ভেজাল আমাকে
দূর্বোধ্য ঠেকবে সেতো অতি স্বাভাবিক ।
এতে অবশ্য আমার কোন ক্ষয়বৃদ্ধি হয়না,
ভাববার যে ঢের বিষয় আছে
আকাশ কেন কাঁদে, কেন বিষন্ন থাকে, প্রকৃতি হঠাৎ
কেন খেপে উঠে ঝড় তোলে ?
এছাড়াও চাঁদ কেন রাতে আসে দিনে তার কিসের এতো লাজ !
এমনি আগডুম-বাগডুম আরও কত কি...
হঠাৎ হঠাৎ শুন্য লাগে, বিশাল পৃথিবীর বুকে নির্জন কোন
দ্বীপে নির্বাসিত মনে হয় ।
ক্ষুদ্রত্বের মাঝে নিঃসঙ্গতা টের পাওয়া যায়না অথচ
বিশালত্বের শূন্যতাও বিশাল ।
অথচ এসব নিয়ে কার এতো মাথাব্যথা আমার মতো
সবাইত ভীষণ ব্যাস্ত নিজেকে নিয়ে ।
আমার চিন্তা আমিই করতে পারি,
হয়তো খুঁজে পাবো মনের মতো আবাস, জিরিয়ে নিব তরুতলে
আবার লিখবো, কলম এবং কবিতা মিলেমিশে হবে একাকার ।
আমিও অনেক কিছুই পারি..
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:১৮