মনের যতোই আগল খুলে রাখি সবটাই কি আর বুঝবে ?
তবে কেন সারাজীবনের স্বপ্ন !
ভালোবাসার সাগর তীরে লুটাবো রৌদ্র ছায়ায় ।
ছন্দ, সূর, মূর্ছনায় ভাসবো মেঘের ভেলায়
তবেইনা স্বপ্ন পূরণ, দু’জনার হৃদয়ে ভীত গড়ে উঠবে স্বপ্নের বাসর ।
আমার চোখে তুমি দেবী ভেনাসের সৌন্দর্যের প্রতিমূর্তি
নও, শুধুই ভালোবাসার সৃষ্টি আদিরূপ ।
সৌন্দর্যের সেই রূপ, যে রূপ সুধা পান করে তোমায়
করেছি চির সৌন্দর্যের প্রতিকৃতি ।
খুব কাছ থেকে তোমার কোলে মাথা রেখে দেখেছি সেই-
আয়ত কাজল টানা চোখ দু’খানি
সেই রূপ অথবা রূপ ছায়া পৃথিবীর দু’কুল
চষেও পাইনি কোথাও ।
আমার স্বপ্নালু চোখে সেই থেকে তুমিই সৌন্দর্যের প্রতিরূপ
ঠিক যেন প্রকৃতির অকৃত্তিম সৌন্দর্য ।
তোমার মাঝেই প্রকৃতি এবং ভালোবাসার অদ্ভুত সংমিশ্রণ
খোলা প্রকৃতির মতই ভালোবাসার বিশালত্বের
হাতছানি দিয়ে ডাকো । আমি ভুলে যাই পৃথিবী ও সময়ের
পিছুটান; বিশালত্বের মাঝে অদ্ভুত শিহরিত
সুখের স্পন্দনে কেঁপে উঠি প্রতিবার ।
নিজ অস্তিত্বের প্রতিটি কণা অসীমের মাঝে বিলিয়ে
পরিশুদ্ধ হই, “শুধু তোমায় ভালবাসবো বলে”।
পথ হারাবো বলে কখনো পথে বের হইনি, তোমায় জীবনের অবলম্বন ভাবি
বলে তুমি হীনা বাহির হতে ভীষণ ভয় !
প্রতিনিয়ত নির্জনেই তোমার আরাধনা ।
পৃথিবীর কঠিন প্রান্তর কণ্টকময়, হয়তো সৌন্দর্য দেখে
চোখ ঝলসে যাবে অথবা ভালোবাসার ফাঁদে পড়ে
হৃদয়ের অন্তরালে দেয়াল উঠবে ।
একটা জীবন নির্জনতার মাঝে উৎসর্গ করলাম
নতুন করে একটা জীবন শুরু থেকে শেষ শুধু তোমায়
ভালবাসবো বলে একজীবনের পরিশুদ্ধি, “শুধু তোমায় ভালবাসবো বলে”
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০