ভাগ্যিস মা দিবস, বাবা দিবস এর মত দিবস গুলা আছে । নাইলে সন্তানরা হয়তো উপলদ্ধি ই করত না তারা যে মা-বাবা কে কষ্ট দেয় !
আজকের স্ট্যাটাস গুলো পরলে মনে হচ্ছে দেশের সব ছেলে মেয়েই কত মাতৃ ভক্ত । অথচ পত্রিকা, টিভি রিপোর্টে প্রায় ই আসে বৃদ্ধ বাবা-মা সন্তান দ্বারা নির্যাতিত অথবা চোখে পানি আসার মত বৃদ্ধাআশ্রম এর কোন বয়স্ক মায়ের ছবি । বৃদ্ধ মাকে খাবার না দিয়ে হাত পা বেধে রাখার দৃশ্য । আমাদের আশপাশে এমন ঘটনা অহরহ ঘটছে । বিয়ের পর স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকা এটাতো এখন খুব কমন ব্যাপার !
অথচ এরাও তো কারো না কারো জননী । ১০ মাস গর্ভে ধারন করে জন্ম দিয়েছে । রাত জেগে প্রস্রাব পায়খানায় ভেজা কাপড় বদলে তাদের সন্তানকে লালন পালন করে বড় করেছে । পশ্চিমাদের তৈরি আজকের এই মা দিবসে দেশের কোথাও কোন আভাগা মা নির্যাতিত হয়নি কেউ বলতে পারবেন ?
বাবা-মার প্রতি সন্তান এর ভালোবাসা অটুট থাকুক বছরের প্রতিটি দিন জুড়ে ।
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি ছগীরা ।
অর্থ : হে আমার রব! তাঁদের প্রতি দয়া কর যেভাবে শৈশবে তাঁরা আমাদের প্রতিপালন করেছিলেন।’’ (সূরা বনি ইসরাঈল- ২৪)