ক্লাস ৫/৬ এ থেকে বাংলা গানের ফ্যান । তখন আইয়ুব বাচ্চু, মাইলস, বিপ্লব, হাসান, পথিক নবী এদের গান সারাদিন শুনতাম । বাংলাদেশ এর প্রায় সব গায়ক এর কনসার্ট এ গিয়েছি । বাচ্চু ভাই যেভাবে ষ্টেজ মাতাতে পারেন তা এক কথায় অসাধারণ !
আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টেডিয়াম এ বাচ্চু ভাই অনেকদিন আগে একটা কনসার্ট করেছিলেন । আমিও কনসার্টটিতে উপস্থিত ছিলাম । প্রায় ৮/১০ টি গান গেয়ে কনসার্ট এর শেষ এ মাটি ছুঁয়ে সালাম করে দলের সবাইকে নিয়ে তিনবার মাথা নুইয়ে সব দর্শককে অভিবাদন জানিয়ে হেলিকপ্টার এ চড়ে বসলেন । হেলিকপ্টার এ চড়েও বাচ্চু ভাই তার টীম নিয়ে সবার উদ্দেশে হাত নাড়ছিলেন । আমরা দর্শকরা তার হেলিকপ্টার এর চারিদিকে গোল হয়ে দারিয়ে হাত তালি দিয়েছিলাম মন ভরে ।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়তো এভাবে মানুষের সামনে মাথা নুয়ানো ঠিক না । তবুও সেদিন এতগুলো মানুষ এর প্রতি ভালোবাসা আর দেশ এর মাটিকে সম্মান দেখে অভিভূত হয়ে গিয়েছিলাম ।
আজকে কনসার্ট এ বাচ্চু ভাই নিচের কথাগুলো যখন বলছিলেন নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল । নিজেদের দেশের শিল্পীদের মর্যাদা নিজেরাই রাখতে পারি না । আবার আমরাই দাবী করি, আমরা দেশপ্রেমিক !
"আপনারা যারা বাংলা গান শুনছেন তাদের অনেক ধন্যবাদ। আপনাদের হাত না চলুক, চোখ আর কান তো খোলা আছে? এতেই চলবে, হাততালি এখন খরচ করে লাভ নেই,এটা পরের জন্য রেখে দিন, চোখ কান খোলা আছে এটাই যথেষ্ট, আপনারা ধৈর্য ধরে বাংলা গান শুনছেন, তার জন্য অনেক ধন্যবাদ, আর একটি গান গাইবো কেবল।" - আইয়ুব বাচ্চু
কুসুমকুমারী দাশ এর কবিতার ২ লাইন তুলে দিলাম সকল জ্ঞান পাপীদের উদ্দেশে -
আমাদের দেশে হবে সেই ছেলে কবে,
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ।