আপনি যদি চীনে পড়াশোনা শেষ করে ভিন্ন কোন দেশে উচ্চতর শিক্ষা বা কাজের জন্য যেতে চান তাহলে এই ছোট পোস্টটি আপনার জন্য। কোন কোন দেশে অভিবাসি হিসেবে আবেদন করতেও এই পরামর্শ কাজে লাগতে পারে।
চীনে সাধারাণত পড়াশোনা শেষ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে চীন ত্যাগ করতে হয়। তবে আপনি কোন কারণে বেশী থাকতে চাইলে, আপনার উদ্দেশ্য উল্লেখ করে আইন অনুযায়ী বাড়তি সময় থাকার অনুমতি এবং ভিসার আবেদন করতে পারেন। পরবর্তীতে ভিন্ন কোন দেশে যেতে চাইলে চীন ছাড়ার আগে দুটি কাজ করে রাখতে পারেন।
১। পুলিশ ক্লিয়ারেন্সঃ চীনে পুলিশ ক্লিয়ারেন্স প্রসেস প্রাদেশিক সরকার অথবা তাদের অধিনে আঞ্চলিক পুলিশ কর্তৃপক্ষ নিয়ন্ত্রন করে থাকে। তাই প্রদেশ ভেদে আবেদনের পদ্ধতি ভিন্ন। চীন থেকে বের হয়ে গেলে এই আবেদন করতে আপনাকে ঝক্কি পোহাতে হতে পারে। কাজেই নিজে চীন ছাড়ার আগে পুলিশ ক্লিয়ারেন্স (নো ক্রিমিনাল রেকর্ড বা নো ক্রিমিনাল কনভিকশন নামেও পরিচিত) সার্টিফিকেট সংগ্রহ করে নিবেন। যদি ইংরেজী অনুবাদ প্রয়োজন হয় তাও করে নিতে পারেন, এক্ষেত্রে সার্টিফাইড ট্রান্সলেটর ব্যবহার করবেন এবং নোটারী করে নিবেন।
২। WES Evaluation: বিদেশে পড়াশনা বা অভিবাসনের আবেদনের ক্ষেত্রে অনেকে ক্ষেত্রেই এখন WES Evaluation করার প্রয়োজন হয়। যদিও এর আবেদন WES এর ওয়েবসাইট থেকে করা যায়, কিন্তু আবেদনের পর চীনের China Higher Education Student Information & Career Center (CHESICC) কর্তৃপক্ষের কাছ থেকে আপনার সনদ এবং নম্বরপত্র WES এর কাছে পাঠাতে হবে। CHESICC এর কাছে আপনার নম্বরপত্র এবং সনদের রেকর্ড পাঠানো আপনার প্রতিষ্ঠানের দায়িত্ব। তবে কোন কারণে যদি আপনার প্রতিষ্ঠান আপনার তথ্য CHESICC এর কাছে হালনাগাদ না করে, CHESICC আপনার তথ্য ভেরিফাই করতে পারবেনা। এই ক্ষেত্রে আপনার WES Evaluation আটকে যেতে পারে। কাজেই এই ক্ষেত্রে আপনি চীন ছাড়ার পূর্ব এতটুকু নিশ্চিত করবেন যে আপনি CHSI এর ওয়েবসাইট থেকে আপনার জন্য একটি একাউন্ট খুলেছেন, আপনার সব তথ্য আপনার প্রতিষ্ঠান CHESICC এর কাছে হালনাগাদ করেছে। উল্লেখ্য, CHSI এর ওয়েবসাইট থেকে একাউন্ট খুলতে আপনার একটি চীনের ফোন নাম্বার প্রয়োজন হবে।
এই প্রসেস এর আরো তথ্য জানতেঃ লিংক ১ লিংক ২
আপনি চীন ছাড়ার পরও এই কাজগুলো করতে পারেন পরিচিত ঘনিষ্ট কারো মাধ্যমে। কিন্তু দেশের বাইরে থেকে তথ্য সংগ্রহ করা জটিল হয়ে পড়তে পারে এবং সবক্ষেত্রে কর্তৃপক্ষ গোপনীয়তা বিবেচনায় সাহায্য নাও করতে পারে। সেক্ষত্রে আপনাকেই আবার সশরীরে যেতে হতে পারে। অহেতুক ঝামেলা এড়াতে নিজেই যদি করে নিতে পারেন তাহলে পরবর্তীতে বাড়তি সময়, অর্থ এবং শ্রম বাচবে আশা করা যায়।
শুভকামনা।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২১ সকাল ১০:০৭