আমার এক বন্ধু , মোটামুটি বাম-ঘরনার , ওর আম্মার অসুস্থতার জন্যে ঢাকাতে নিয়ে আসা হয়েছিল মাস খানেক আগে ...
অ্যান্টির মেরুদণ্ডে সমস্যা । একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করান হল...
ডাক্তার একটা টেস্ট ও ডায়াগনোস্টিক সেন্টারের নামটা বলে দিলেন... ডায়াগনোস্টিক সেন্টারে গেলাম , ওরা ৬০০০ টাকা চার্জ করলো কিন্তু সিরিয়াল পেতে সমস্যা হল... পরের দিন ছাড়া করা যাবে না...
অগত্য টাকা রিটার্ন নিয়ে আরেকজনের কথামত ইবনে-সিনাতে গেলাম... যদিও আমার বন্ধুটি প্রথমে রাজি ছিল না... শিবিরের প্রতিষ্ঠান বলে... কিন্তু উপায় নেই যেতেই হবে ...
ইবনে-সিনাতে যাওয়ার পর প্রথম ধাক্কাটা খেলাম যখন একই টেস্টের জন্যে ৩৫০০ টাকা বিল আসলো ... এবং পরের ধাক্কা খেলাম যখন দেখলাম , একই ডাক্তার যিনি আগের ডায়াগনস্টিক সেন্টারেও ছিলেন , এখানেও ডায়াগনোসিস করতিছে...
উনাকে জিজ্ঞেস করলাম , আমার মেডিকেল রিলেটেড বন্ধুদেরকেও জিজ্ঞেস করলাম, সবার ভাষ্যমতে অন্যান্য ডায়াগনোস্টিক সেন্টারকে বিলের ৪০% ডাক্তারকে দিতে হয় রেফার করার জন্যে... ইবনে-সিনা সেটা দেই না...
বর্তমান সময়ে যখন অন্যান্য সব ব্যাংকই লোকসান আর ঋণখেলাপির জালে আটকা পরে থাকে সেখানে এক ইসলামী ব্যাংকই লাভ করে ১৫০০ কোটি টাকা যা অন্যান্য ছোটোবড়ো ৫ টা ব্যাংকের সমান...
গনজাগরনমঞ্চ থেকে এই প্রতিষ্ঠান সহ আরো অনেকগুলো ব্যাবসা-প্রতিষ্ঠানকে জামাত-শিবিরের প্রতিষ্ঠান বলে ট্যাগ করে বন্ধের আবেদন/বর্জনের আহবান জানান হয়েছে...
এই ধরনের লাভজনক / জনকল্যাণকর প্রতিষ্ঠান যাদের বিরুদ্ধে ঋণখেলাফির অভিযোগ নেই , অর্থ-আত্তসাদের মামলা নেই , বন্ধের আগে জামাত-শিবিরের কাছে বিজনেস শেখা উচিৎ আমাদের এবং এই ধরনের একটা করে ব্যাবসা-প্রতিষ্ঠান করে দেখান উচিৎ...
যদি করতে পারি , যদি হ্যাডাম থাকে আমাদের ...