অনেকেই ভাবছেন... কেও কেও বলছেন... বাকিরা হয়তো শুনছেন , নয়ত চিন্তা করছেন...
কতোটা নিরাপদ আমি এই দেশে... কতোটা নিরাপদ আমার পরিবার ,আমার মেয়ে , আমার আত্মীয়স্বজন ...
আমার মুক্তচিন্তার অধিকার , আমার মতপ্রকাশের অধিকার ,আমার চলাফেরার অধিকার কতোটা সংরক্ষিত...
ইসলামের হেফাজতের জন্যে যদি মানুষের প্রান যায় আর যদি সব বিরোধীপক্ষকে কতল করে ইসলাম হেফাজত করার দরকার হয় তবে ধর্মের জন্যে মানুষ নাকি মানুষের জন্যে ধর্ম এই প্রশ্নের জবাব কোথায় ???
আমার বন্ধু পি দাশ (ছদ্দনাম ) হয়ত ভাবছে... এম এস শেষে সাউথ কোরিয়ার জবটা করলেও পারতাম । বাবা বারবার বলেছিল থেকে যেতে , কেন যে আসলাম...??
অথবা অস্ট্রেলিয়ার পি এইচ ডির অফারটাও তো ভালো ছিল...
দেশের টানে , পরিবারের টানে কেন যে বাংলাদেশে আসলাম ... বাবাকে তো কোরিয়া নিয়েও চিকিৎসা করাতে পারতাম... জবটা শুরু করলে সবই সম্ভব ছিল...
ছোটবোনটাকে যে ঢাকাতে ভর্তি করব , যদি সাংবাদিক নাদিয়া শারমিনের মত , না থাক ও বরং গ্রামেই থাক...
মালাউনের বোন বলে কথা ...
বন্ধু মকা এবং ওর বৌ হয়তো ভাবছে , আমাদের সংসারের নতুন অতিথি আসতে এখনো মাস ছয়েক বাকি... কপাল ভালো থাকলে এবার হয়ে যাবে কানাডার ইমিগ্রেশন... আলট্রাসনোগ্রাম করব না ... হোক না মেয়ে , এদেশ থেকে পালাতে পারলে তো মেয়ের হেফাজত নিয়ে ভাবতে হবে না , তাই না...??
বড়ভাই পার্থদা হইত ভাবছে মাল্টিন্যাশনাল ফার্মের চাকরি আর গাড়িটা কিনে কেন যে দেশে থিতু হতে গিয়েছিলাম... ভুলেই গিয়েছিলাম এটা মুসলমানদের দেশ , এটা সংক্ষালঘুদের দেশ নয় , নয় কোনো মানুষের দেশ , আমার মত মালাউনের ধর্মানুভুতি এখানে সর্বদায় উচ্ছুত...
কিন্তু ভালভাবে বাঁচার আশায় যেখানেই যাই না কেন , একটা কথা বারবারই মনে পরবে... বারবারই গাইব " আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি "