এই দেশে অনলাইনে লিখলে , মুক্তচিন্তা করলে নাস্তিক ট্যাগ দেওয়া হয়... তার জন্যে ৪৫ কোটি টাকা ব্যয়ে লং মার্চ করা হয়... সংবিধান পরিবর্তনের দাবী তোলা হয়... ব্লগারদের গ্রেপ্তার করা হয় , সাথেসাথে রিমান্ড মঞ্জুর ও হয়ে যায়...
অথচ এই দেশে প্রকাশ্য দিবালোকে শতশত মন্দির , মসজিদ , শহীদ মিনার ভাঙলেও প্রশাসন কাওকেই গ্রেপ্তার করতে পারে না...!!
এই দেশে যুদ্ধপরাধির মত বিচারাধীন বিষয় নিয়েও আন্দোলন হয়... প্রকাশ্য ফাঁসি চাওয়া হয়... ধইরা ধইরা জবাই করতে চাওয়া হয় ... কিন্তু ৬০ দিনেও একটা পরিক্ষা শেষ হয় না ...
অথচ এর থেকেও জন গুরুত্ব বিষয়ে সবাই চোখকান বন্ধ করে থাকে... বারবার দুর্নিতিতে চ্যাম্পিয়ন হলেও কেও ন্যায়পাল আইনের কথা বলে না... সাধারন মানুষের সমস্যা নিয়ে কথা বলে না...
দেশে কবে ভোটের রাজনীতি শেষ হবে , কবে সব ধর্মের মানুষ সমস্বরে বলতে পারবে এটা মুসলমান , হিন্দু , বৌদ্ধের দেশ নয় ... এটা মানুষের দেশ...