গতকাল দুপুরের দিকে হুট করেই আমার বন্ধু-সহপাঠী Tanveer এর ফোন... চিড়িয়াখানা যাবি ...??
আমি কখনই চিরিয়াখানা যায়নি... সাধারনত আমার মত যারা ঢাকার বাইরে থেকে এসেছে , তারা অনেক বেশিবার চিরিয়াখানায় গেছে কারণ এলাকা থেকে মেহমানরা আসলে , তারা কি দেখবে জিজ্ঞেস করলেই চিড়িয়াখানার নাম বলে... আমার ক্ষেত্রে এটা ঘটে নাই বলেই হয়তো যাওয়া হয়ে ওঠে নাই...
যাই হোক চিড়িয়াখানায় ঢুকে প্রথমেই বানর-বাঘ-সিংহ দেখা শেষে শিয়ালের খাচার কাছে এসে ছোটবেলায় শোনা গল্পের কথা মনে পরে গেলো...
"" শিয়ালের কাছে বাঘ তার বাচ্চাকে পড়তে পাঠিয়েছে পণ্ডিত সাহেবের কাছে বিদ্যালাভের আশায়... কিন্তু পণ্ডিত সাহেব প্রতিদিন একটা করে বাঘের বাচ্চাকে দিয়ে সকালের নাস্তা করেন... শেষ বাঘশাবক থাকা অবস্থায় বাঘ এসেছে তার বাচ্চাদের বিদ্যার অবস্থা দেখতে... চতুর শিয়াল বাঘের একই বাচ্চাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে পার পেয়ে যায়... ""
অন্যান্য অনেক প্রাণী দেখা শেষে আমার মনে হল আমাদের দুই ধুর্ত নেত্রিকে শেয়ালের খাচায় রাখলে কেমন হয়...?? সোনার বাংলাদেশকে শকুনের মত ক্ষতবিক্ষত করে চলেছে ক্রমাগত... নিজের কুকর্মকে বারবার ছাপিয়েও তারা যেভাবে প্রতিবার একই প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের বৈতরণী পার হয় , তাতে এদেরকে একসাথে সুরক্ষিত শিয়ালের খাঁচায় রাখা যায়...
আর রাজাকার জামাত শিবিরকে রাখা যায় কাল কেওটে সাপের খাঁচাতে... এরা খাচার মধ্যে যতই চুপচাপ / আড়ালে থাক না কেনো , সুযোগ পেলে বা লেজে পাড়া পড়লে মরণকামড় দেবে নিশ্চিত...
আর আমাদের জনগণকে আমি রাখতে চাই গাধা আর গণ্ডারের সঙ্কর কোনো প্রাণীর খাচায় , নামটা হতে পারে গান্ডার । কেন রাখতে চাই এটার কোন বর্ননা আশা করি কেও চাইবে না ।
কিন্তু সমস্যায় পড়েছি চিরিয়াখানার নাম নিয়ে । কি নাম দেওয়া যায় ???