মারাত্মক জীবননাশী ভাইরাসে আফ্রিকাতে প্রতিবছর ১ মিলিয়ন মানুষ মারা যায়... এটা অবশ্যই ভীতিকর কিন্তু তার থেকেও আশ্চর্যজনক সংবাদ হল এটাই যে , আম্রিকাতে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো সংবাদ পাওয়া যাই নাই... বিশ্বের অন্যান্য স্থানেও তাই...
আমারা কিছু মানুষের জীবনকে অত্যান্ত সুরক্ষিত আর কিছু জীবনকে নিয়ে অবহেলা করছি...
বি এন পির পার্টি অফিসে পুলিশের হামলায় বেশ কিছু চেয়ার আর টেবিল ভাঙ্গার জন্যে দলটি মামলা করেছে... আমাদের সাধারন মানুষ ও অনেক সোচ্চার... একি করছে সরকার... দেশে কি গনতন্ত্র বলে কিছু নেই... রিজভির মত নেতা... খোকার মত নেতার সাথে এমন করা কি ঠিক... ?? নানান প্রশ্ন...
আমিও একমত সরকার এটা ঠিক করেনি...
কিন্তু বগুরাতে করতোয়া কুরিয়ারের অফিস ভাংচুর করে , আগুন দিয়ে , সমস্ত টাকা যেদিন জামাত-শিবির মিছিল করার নামে লুটপাট করে নিয়ে গেল , সিসিটিভিতে রেখে গেল ৩০ মিনিতের ফুটেজ , সেদিন কোথাই ছিল আপনার সোচ্চার কণ্ঠ ...??
কিম্বা সাতক্ষীরাতে নিরস্ত্র সংখ্যালঘু ও বিরোধীদলের নেতাকর্মিদের বাড়িঘর জালিয়ে দেওয়া ও হত্ত্যার সময়তো আমরা টু শব্দও করিনাই ...
আমার বন্ধু Zillur Rahman Shohag এর কণ্ঠে কবিতাটির আবৃতি শুনেছিলাম... অসাধারন ওর আবৃতি সাথে কবিতার কথাগুলোও...
"তুমি দুষ্কৃতি মারো , বান্গালী মারো , হিন্দু-মুসলমান মারো , গেরিলা - তামিল মারো , এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে ৷ "
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯