সবকিছু ইদানিং খুব সহজেই ভুলে যাই...
মাঝেমাঝেই অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হয় কিন্তু নাম মনে করতে পারি না... কি যে বিব্রতকর অভিজ্ঞতা...
এইসব ক্ষেত্রে আমি সাধারনত নাম না জানার বিষয়টা উঠাই না... পরে অন্য কারো থেকে জেনে নেওয়ার চেষ্টা করি...
কিন্তু একটা বিষয় কখনই ভুলি না, সেটা হল ... অতীত এর কোনো ঘটনা... এখনো গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে গেলে খুব স্পষ্টই মনে পরে বাবার সাথে শেষ কবে এই পথে হেটেছিলাম... কিংবা আমাদের বাড়ির পাশের দিগন্তজোড়া মাঠটাতে শেষ কবে ঘুরি উড়িয়েছিলাম...
আমরা শাহবাগে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে টানা ১৮ দিন জেগে আছি , মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক বাংলাদেশ গড়তে ... আমরা স্বাধীন বাংলা বেতারের গান গাচ্ছি ... মুক্তিযুদ্ধের স্লোগান জয়বাংলাকে মুক্ত করেছি... জাহানারা ইমামের বিশাল পোর্টেইটকে সামনে রেখেছি...
কিন্তু শাহবাগে বঙ্গবন্ধুকে রাখিনি... বঙ্গবন্ধুকে ছাড়া কিভাবে মুক্তিযুদ্ধ কল্পনা করা সম্ভব আমার মাথায় আসে না... যার ডাকে ৭১ এ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো , তাকেই আমরা দল নিরেপক্ষতার দোহায় দিয়ে দূরে সরিয়ে রাখলাম... আমরা কিভাবে ভুলে গেলাম , বঙ্গবন্ধু ছিলেন সমস্ত বাঙ্গালীর...
আমরা কি ইতিহাস থেকে দূরে সরে আসলাম না...???
আমরা কি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস শেখাচ্ছি না...???