দুই দলেতেই আছে কিছু গাধা এবং ষাঁড়,
'অল্প বিদ্যা ভয়ঙ্করী', তাদের অহঙ্কার।
ভারবাহী যে তারা,
ধর্ম নামের মদ্য পিয়ে
ভীষণ দিশেহারা।
জানে নাতো কিছু,
দেখলে কাঁঠাল চোখ চরক গাছ
ভাবে বড়ো লিচু।
পুত্তলিকে মূর্তি গড়ে,
পুজো করে ভক্তি ভরে,
দেয় আরতি সন্ধা-রাতি,
করে বিসর্জন;
জানে নাকো তারা,
শিক্ষনীয় ধারা,
পুজা করে হয় না তাদের
মনুষ্যের অর্জন।
কোরআনীগণ ঘৃণা করে
মূর্তি ভাঙ্গে অকাতরে,
তুচ্ছলতার তাচ্ছিলতা
দেখায় সর্বক্ষণ।
পুত্তলিকে যাচ্ছে বলে -
মূর্তি পুজার মাঝে,
রূপক ধরে অরূপ নাচে,
মহান শিক্ষা সেথায় আছে,
মূর্তি পুজার ছলের মাঝে
আছে যে দর্শন।
শাস্ত্রীয়তার মতবাদে বিভেদ নিয়ে যারা,
প্রেম-প্রতীতি ভেঙ্গে দিয়ে আনে নতুন ধারা,
দুই দলের ঐ গাধা এবং ষাঁড়,
এক চোখা যে দৃষ্টি তাদের বুদ্ধিতে নাই ধার।
বুঝে নাতো তারা
মানুষ মনের ধারা,
ভাঙ্গলে মসজিদ কোরআনীদের
ব্যথা যেমন বাড়ে;
তেমনি ব্যথা পুত্তলিকের
ভাঙ্গলে দেউলটারে।
পিতা-মাতা, ভগ্নি- ভ্রাতা
যেমন প্রিয়জন,
শাস্ত্রীয়তার ধর্মখানি
তেমনই আপন।
'তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে'
সর্বলোকে জানে,
গাধারা সব মানেনা তা', গাধামীটা যায় চালিয়ে
উল্টো অভিমানে।
প্রিয়জনকে করলে আঘাত গোস্বা উঠে চড়ে,
গাধা এবং ষাঁড়েরা সব রক্ত ঝরায়
যুদ্ধে পরস্পরে।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬