বর্তমানে বিভিন্ন ফ্রি ব্লগিং প্লাটফমের কল্যানে অনেকেই বিভিন্ন ওয়েব সাইটের মালিক।
কিন্তু একটা ব্যপার কি আপনাদের জানা আছে-
যে আপনার অতি যত্নে গড়া সাইটির মূল্য কত তা আপনি ইচ্ছা করলেই জানতে পারেন খুব সহজেই।
সাথে বোনাস হিসাবে আপনার সাইটের নাম তাদের ওয়েব সাইটে প্রকাশের মাধ্যমে আপনার সাইটের সার্চ ইন্জিন অপটিমাইজেশন কিছুটা হলেও হবে।
যে সকল সাইট বিনামূল্যে এই সুবিধা দিচ্ছে তাদের কিছু তালিকা দিচ্ছি:
১. ওয়েব সাইট আউটলোক
২. কিউব টেষ্ট
৩. ষ্ট্যাট ব্রেইন ইত্যাদি।
উপরে তালিকার নাম গুলোতে আপনার ব্লগ বা সাইটির মূল্য কত তার বিস্তারিত জানতে এই লিংকে গিয়ে চেক করুন।
এতে আপনি আপনার ব্লগের মূল্য ছাড়াও আরও বিভিন্ন ধরনের পরিসংখ্যান পাবেন।
যেমন: গড়ে প্রতিদিন আপনার সাইটে কত জন আসল, গড়ে প্রতিদিন আপনার এ্যাড থেকে কত আয় আসে, সাইটের Alexa রেংক ইত্যাদি।
তাই দেরি না করে এখনি চেক করুর আপনার প্রিয় সাইটের বিভিন্ন তথ্য।
পোষ্টি ভাল লাগলে মন্তব্য আকারে জানাবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৪