অনেকদিন ধরে অনলাইনে বিভিন্ন ব্লগারদের বিভিন্ন লেখা পড়ে জানতে পারলাম যে, যারা ব্লগিং জগতে আমার মত একদম নতুন তাদের জন্য ২টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমার এই লেখাটি নতুন ব্লগারদের জন্য অনুসরণীয়, যদিও কথা গুলো অনেক পুরোনো কিন্তু ব্লগিং এ সাফল্য পেতে হলে এর কোন বিকল্প নাই। সাফল্য পেতে আমি বুঝাতে চাচ্ছি যারা তার নিজের ব্লগ নিয়ে স্বপ্ন দেখে যে তার ব্লগের পাঠক সংখ্যা একদিন অনেক হবে ও নিয়িমত আসবে।
ভূমিকা অনেক দিলাম এখন বলছি....
আগেই বলেছি ২টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আসলে ২টি গ্রুপের দিকে মনোযোগ দিতে হবে-
১) প্রথম গ্রুপ: পাঠক
২) দ্বিতীয় গ্রুপ: বিভিন্ন ধরনের সার্চ ইন্জিন; যার মাধ্যেম ১ম গ্রুপ আপনার ব্লগকে খুঁজে পাবে।
এখন বলি, আপনার ব্লগের সাফল্যের জন্য দুইটি প্রয়োজনীয় গ্রুপকে কিভাবে ধরে রাখবেন:
প্রথম গ্রুপ: মানে পাঠক, যারা আপনার ব্লগ নিয়িমত পড়ে এবং ভবিষ্যতেও পড়বে, তাদের ধরে রাথতে চাইলে আপনাকে নিয়মিতভাবে ইনফরমেটিভ কন্টেন্ট আপনার ব্লগে যোগ করতে হবে যা পাঠকদের চাহিদা মেটাতে সম্ভব। তাই আপনি যে বিষয়ে ব্লগ করবেন সে বিষয়ে আপনার পরিপূর্ন জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জনের জন্য সময় করে প্রচুর পড়তে হবে এবং জানেত হবে। সাফল্য ছেলের হাতের মূয়া না , যে তা এমনি ধরা দিবে। আপনি যদি জানার আগ্রহ নিয়ে লেগে থাকেন তাহলেই সব সম্ভব। এতে প্রাথমিকভাবে আপনার সময় কিছুটা লাগবে কিন্তু ভবিষ্যত উজ্বল।
যদি সত্যিই ব্লগ নিয়ে স্বপ্ন দেখেন তাহলে অযথা সময় নষ্ট না করে শিখার জন্য লেগে পড়ুন। আর কখনোই আশা ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত সাফল্য আসে।
দ্বিতীয় গ্রুপ: মানে, বিভিন্ন ধরনের সার্চ ইন্জিন; এখানে বলে রাখা ভাল যে, ইন্টারনেটে যেসব প্রতিষ্ঠিত সার্চ ইন্জিন আছে তার মধ্যে গুগল অন্যতম, তাছাড়া ইয়াহু, এমএসএন, বিং এই তালিকাতে আসে।
তাই আপনাকে প্রাথমিকভাবে নতুন ব্লগ করার পর আপনার নতুন ব্লগ সম্পর্কে গুগলকে জানাতে হবে।
আগামীতে আরও লিখব, ভাললাগলে জানাবেন।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৮