৪,৬০০ মিলিয়ন অর্থাৎ ৪৬০ কোটি বছর বয়স পৃথিবীর। পৃথিবীর মহাকাল নিয়ে ধারণা অনেকেরই নেই। এমনকি মুভিগুলোতেও দেখি এই নিয়ে ভুল ধারণা দেওয়া হচ্ছে মানুষকে। যেমন দেখানো হয় মানুষ ও ডায়নোসোর বাচার জন্য পাশাপাশি লড়াই করছে? আসলে কি পৃথিবীর মহাকালের রূপ এমনই ছিলো? আসুন তাহলে পৃথিবীর মহাকাল নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা হয়ে যাক। পৃথিবীর মহাকালকে নিম্নোক্ত ভাগে বিভক্ত করা হয়েছে:
Pre-Cambrian Era
৪,৬০০ মিলিয়ন-৫৪০ মিলিয়ন বছর আগের সময়কে Pre-Cambrian Era বলে। এই সময়ই প্রাণের উদ্ভব সমুদ্রের গভীরে। সাধারণ ছোট ছোট প্রাণী দিয়ে ভরা ছিলো সমুদ্র।
Palaeozoic Era
৫৪০ মিলিয়ন-২৫০ মিলিয়ন বছর আগের সময়কে Palaeozoic Era বলে। এই Era-টি আবার কয়েকটি ভাগে বিভক্ত (সেই ভাগগুলো নিয়ে আর আলোচনায় গেলাম না)। এই সময়ের প্রথমদিকে জলজ Anthropoid জাতীয় প্রাণী রাজত্ব চলে বিশ্বময়। এরপর মেরুদন্ডী প্রাণী যেমন মাছের আবির্ভাব ঘটে এই সময়। এরপর বিভিন্ন রকম স্হলজ প্রাণীর আবির্ভাব ঘটতে থাকে। এই Era-এর মাঝামাঝি সময়ে গাছের আবির্ভাব ঘটে।
Mesozoic Era
২৫০-৬৫ মিলিয়ন বছর আগের সময়কে Mesozoic Era বলে। এই যুগটি বিভক্ত ৩টি ভাগে। পৃথিবীর মহাকালের সবচেয়ে বৈচিত্রময় যুগ। এ Mesozoic মানে হলো মধ্যম যুগ আর এই সময়ে অনেক বৈচিত্রময় প্রাণী যেমন: ডায়নোসর এবং সেইসাথে স্তন্যপায়ী ও সরীসৃপ জাতীয় প্রাণীরও প্রথম দেখা মেলে এই সময়েই। এই যুগে যত প্রাণীর আবির্ভাব ঘটেছিলো তার মাত্র ১০% ভাগ এখন টিকে আছে, বাকী ৯০% ধ্বংস হয়ে গিয়েছে।
Triassic
এই যুগে স্তন্যপায়ী ও সরীসৃপ জাতীয় প্রাণীরও প্রথম দেখা মেলে, সেই সাথে ডায়নোসোরের। অনেকেই মনে করে (আমিও করতাম) Jurassic আমলে ডায়নোসের আবির্ভাব হয়েছিলো আসলে তা ঠিক নয়। তবে এই যুগে ডায়নোসোরের আবির্ভাব ঘটলেও সেগুলো ছিলো আকারে অনেক ছোট।
Jurassic
এই যুগটি ডায়নোসোরের আমল হিসেবেই বেশী বিখ্যাত। আর এই যুগেই ডায়নোসোরগুলো আকারে অনেক বড় হয়। উড়ন্ত ডায়নোসোরের আবির্ভাবও হয় এই আমলে, যা পরে পাখিতে রূপান্তরিত হয়।
Cretaceous
এই যুগের প্রথম দিকেও ডায়নোসোরের রাজত্ব চলে, তবে এই যুগের শেষভাগে বিলুপ্তি হয় ডায়নোসোরের, সেই সাথে Ammonoid জাতীয় প্রাণীগুলো পৃথিবী থেকে চিরবিদায় নেয়।
Cenozoic Era
৬৫ মিলিয়ন আগ থেলে বর্তমান সময় এই সময়ের অন্তর্ভুক্ত। এই Era-তে আবির্ভাব হয় মানুষের- ২.৩ মিলিয়ন কিংবা তারও আগে।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩