হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার প্রিয়তমা গাছটি আর নেই,
কাটা হয়ে গিয়েছে কারও সৌন্দর্যের লালসা মেটাতে।
ওটির মালিকানা আমার ছিলো না কখনও, থাকবোও না।
হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার প্রিয়তম সবুজ মাঠটি আর নেই,
দখল হয়ে গিয়েছে কারও অর্থের লালসা মেটাতে।
ওটির মালিকানা আমার ছিলো না কখনও, থাকবোও না।
হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার প্রিয়তম পুকুরটি আর নেই,
ভরাট হয়ে গিয়েছে কারও বিত্তের চাহিদা মেটাতে।
ওটির মালিকানা আমার ছিলো না কখনও, থাকবোও না।
হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার প্রিয়তম বাগানটি আর নেই,
ফুলহীন হয়ে নিশ্চিহ্ন গিয়েছে চিরকালের মতন।
ওটির মালিকানা আমার ছিলো না কখনও, থাকবোও না।
হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার প্রিয়তম নীল আকাশটি আর নেই,
কালো হয়ে গিয়েছে চিরকালের মতন অনেকের পাওনা মেটাতে।
ওটির মালিকানা আমার ছিলো না কখনও, থাকবেও না।
হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার প্রিয়তম আত্না বিকিয়ে দেওয়া কথা বলছে,
আমি মালিক ছিলাম না কিছুরই, থাকবোও না
কিন্তু আমার আত্নার মালিকানা কখনও দখল হতে দেবো না।
গাছটির সবুজ সমারোহ, পাখিটির গান হয়তো শুনবো না আর কখনও
কিন্তু আমার আত্নার মালিকানা কখনও দখল হতে দেবো না।
ফুলগুলো হয়তো আর দেখবো, মৌমাছির গুঞ্জণ হয়তো আর শুনবো না
কিন্তু আমার আত্নার মালিকানা কখনও দখল হতে দেবো না ।
- কবির
৩০/০৯/১৪