বাংলাদেশের মানুষের যে স্বভাবটি সবচেয়ে মেজাজ খারাপ করে সেটি হলো- এই দেশের মানুষের পরিস্কারের প্রতি একটি এলার্জি আছে! ময়লা-আর্বজনা না দেখলে যেনো এই দেশের মানুষের ভালো লাগে না। কোন হোটেলে গেলে আমি যদি বলি চেয়ার টেবিল এত নোংরা কেন?- বলার পর চারিদিকে তাকালে মনে হয় বিশাল একটি অপরাধ করে ফেললাম!? মানুষগুলো এমন মুখ বেকা করে, যেনো ভাবে- আমি জমিদারের পোলা তাই এই আবদার করছি?
আমি যেখানে খেতে বসবো যে জায়গাটি পরিষ্কার দেখতে চাওয়া কি অপরাধ নাকি বিলাসিতা? খাওয়ার জায়গা পরিষ্কার থাকবে এটাই তো স্বাভাবিক।
আরো একটি ব্যাপার, অপরিষ্কার টয়লেট অনেক রোগের উৎস, অথচ আমি সবগুলো সরকারী এবং কিছু বেসরকারী হসপিটালে দেখা যায় টয়লেটগুলো ভয়াবহ নোংরা অথচ বেতনভুক কর্মচারী রাখা আছে এবং এদের ব্যাপারে সুপারভাইজারসহ কর্মকর্তা কারোই মাথাব্যাথা নেই।
যাই হোক, একটা ব্যাপার এখনও বুঝি না বাঙালি পরিষ্কার থাকতে/রাখতে চায় না। সারা দুনিয়া ময়লায় ভরে গেলে তেলাপোকা যেমন খুশি হতো, তেমনি বাঙালি খুশি হয় ময়লা দেখলে।