হলুদ সাংবাদিকতা!! হলুদ সাংবাদিকতা!!! নিয়ে না লাফিয়ে ডাক্তারদের উচিত আগে নিজেদেরকে শোধরানো। হ্যা, এটি খুবই জরুরী হয়ে দাড়িয়েছে।
এটা অস্বীকার করার উপায় নেই আমরা বাংলাদেশের অনেক মানুষের বিশ্বাস হারিয়েছি, এজন্যই বাংলাদেশের অনেকই ভারতে চিকিৎসা নিতে যান।
শুধুমাত্র কিছু টাকা মুনাফা করতে যেয়ে আমরা হারাচ্ছি অনেক বড় একটি বাজার, যেটির সুবিধা লুটছে ভারতীয় চিকিৎসকেরা অথচ তাদের চেয়ে কোন অংশে কম নয় বাংলাদেশের চিকিৎসকেরা।
দালাল-ধরা হাসপাতাল ব্যবসা কমাতে হবে। এতে অনেক সময়ই অপচিকিৎসার সন্মুক্ষীন হন রোগীরা। ডায়ানোসিস সেন্টারের কমিশন খাওয়া একেবারে বন্ধ করা না গেলেও অন্তত: বাজে ডায়ানোসিস সেন্টার থেকে কমিশন খাওয়া বন্ধ করতে হবে।
আগে আমাদের চিকিৎসকদের মনমানসিকতা বদলাতে হবে, রোগীদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে, তাহলেই অনেক কিছু বদলাবে।