মৃত্তিকার সুধাপানে ভালোবাসার কোমল চারা মাথাচাড়া দিয়ে উঠে এখন আমার প্রেম অংকুরেই পড়ছে ঝরে! অথচ সাত/নয়/এগার বছর ধরে করা প্রেম আজ আমার চারপাশে বিয়ের সানাই বাজিয়ে চলছে।
জীবনের সবকিছু কেন এত অর্থহীন???? কেন????
ঘোর লাগা অমানিশায়,
সুখ স্বপ্নের বিভোর আমায়
ভোরের গনগনে সূর্য-রোদ এসে
ঘুম ভাঙ্গিয়ে দিতে এসেছে আজ।
সোনা রঙ্গ রোদ আমায় জানিয়ে দিতে এসেছে, যে স্বপ্নকে ঘিরে এতদিন আমার আমিকে সাজাতে চেয়েছিলাম....যাকে ঘিরে আমার স্বপ্নরাজ্যের বসত ছিলো...
সে তো স্বপ্নালু মরিচিকা বৈ আর কিছুই নয়...
এসেছিলো স্বচ্ছ-শীতল-টলটলে ঝরনার মত...
চলে যাচ্ছে শুস্ক-খটখটে-বিষাক্ত ফনিমনসা হয়ে...
মরুভূমির কাছে যে জল যায়...
মরিচিকা ছাড়া সে কি পাবে আর?
আজ জানলাম, স্বপ্নকে ধরে রাখার মত যথেষ্ঠ শক্তি,
বিধাতা আমাকে দেননি।
ভয় নেই স্বপ্ন...তোমার হীরক বন্ধু তার কাঁচ কাটা ধারে তোমার সুখস্বপ্নকে রক্তাক্ত করতে আসবে না কোনদিন...