৬০ ও ৭০ দশকে আমেরিকা এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার অনেক দরিদ্র দেশেই সামরিক ক্যু ঘটায়েছে ও প্রায় সব দেশেই সামরিক অফিসারদের ও দেশের ক্রিমিনালদের ক্ষমতায় নিয়ে এসেছিলো। পাকিস্তানে তারা হাত দেয় ১৯৫৮ সালে; তারা কিন্ত ভারতের দিকে হাত বাড়ায়নি। তারা পাকিস্তানে আইয়ুব খানকে ক্ষমতায় নিয়ে আসে, যখন পুর্ব পাকিস্তানে শেরে বাংলা ও মওলানার কোয়ালিশন জয়ী হয়। আমেরিকা ভেবেছিলো যে, পুর্ব পাকিস্তানে মওলানা ও শেরে বাংলার বিজয়ের পর, পশ্চিম পাকিস্তানেও মুসলিম লীগ পরাজিত হয়ে যাবে; পাকিস্তান আমেরিকার কন্ট্রোল থেকে বের হয়ে যেতে পারে।
পাকিস্তানে ক্যু করার সময় আইয়ুব খান সরকারের কোন লোকজনকে হত্যা করেনি ও অবশেষে সে কোন রাজনৈতিক দল গঠন করেনি, সে মুসলিম লীগকে দখল করেছিলো ঠিক ট্রাম্প ষ্টাইলে।
কিন্ত সেই সময় আফ্রিকায় ও এশিয়ার অনেক দেশেই আমেরিকান ক্যু'এর সময়, দেশগুলোর সরকারের লোকজনকে হত্যা করেছে, দেশ ছাড়া করেছে ও ক্রিমিনালদের নিয়ে নতুন দল গঠন করায়েছে।
শেখ সাহেবকে হত্যা করানোর পরপরই দেশের স্বাধীনতা-বিরোধীদের নিয়ে রাজনৈতিক দল গঠন করায়ে নেয় জিয়াকে দিয়ে; সেই দলে দেশের সকল আবর্জনার স্হান হয়।
শেখকে হত্যা করার ২ বছর আগে, আমেরিকা চিলির প্রেসিডেন্ট আলেন্দেকে হত্যায় করায়ে মিলিটারীকে দিয়ে দেশের ডাকাতদের ক্ষমতায় নিয়ে আসে।
এবার আমাদের দেশে ক্যু করানোর সময় শিরিরের জল্লাদদের ভাড়া করে নেয় আমেরিকা, ও তাদেরকে ১টা দলও করতে দিয়েছে। আমেরিকা যাদের পেছনে লাগে, তাদেরকে ভিক্ষুক করে ছাড়ে।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৫ রাত ১১:০৭