আমাদের জাতিটা ছাত্র-রাজনীতির ভিকটিম: ১৯৭১ সালে শিবির ( ইসলামী ছাত্র সংঘ, রাজাকার, আলবদর) জাতির উপর গণহত্যা চালায়েছিলো; ছাত্রলীগের একাংশ ( জাসদ ) শেখ হত্যার অনুঘটক ছিলো; ছাত্রলীগ ও ছাত্রদল আমাদের ইউনিভার্সিটিগুলোকে গরুঘরে পরিণত করেছে; শিবির সেগুলোকে মক্তবে পরিণত করেছে গত ৬ মাসে।
আগামী শুক্রবার নাকি ১টি নতুন দল হচ্ছে: এটা নতুন দল নয়, এদের রাজননৈতিক দল ও ইতিহাস ছিলো ও আছে: ১৯৭১ সালে এরা পাকিস্তানের হয়ে বাংগালী জাতির বিপক্ষে যুদ্ধ করে হেরে গিয়েছিলো; তখন অন্য নামে ছিলো। আজকের ইতিহাস হচ্ছে, এরা আমেরিকা ও পাকিস্তানের মিলিত ক্যু'তে ( ডিপ-ষ্টেটের ) ভাড়াটে খাটছে, এরা প্রশিক্ষিত শকুন। এটা দল হচ্ছে না, হচ্ছে ২য় প্রতারণা।
দেশ আমেরিকান ডিপ-ষ্টেটের (দুতাবাস, পাকিস্তান, সেনা অফিসার ও ছাত্রদের ) ফুটবলে পরিণত হয়েছে। এবারের ক্যু'টা ১৯৭৫ সালের থেকেও বড় ধরণের ক্যু'; ইহা হয়েছে শেখ হাসিনার সরকার ইউক্রেন-যুদ্ধ চলাকালে পুটিনকে এটমিক চুল্লীর জন্য "ডলারে" আংশিক পেমেন্ট করার কারণে। এই ক্যু করার জন্য দরকারী সকল কারণ উপস্হিত ছিলো: মুলত: শেখ পরিবারের লোকজন ব্যাংক ডাকাতদের সাথে মিলে ব্যাংক থেকে ক্যাশ সরায়ে নিয়েছিলো, সরকারের লোকদের সাথে কাজ করে কয়েকটি গ্রুপ ব্যাংক ডাকাতি করছিলো; দলের লোকেরা কাজ না'করে অন্যদের সম্পদ দখল করে দেশকে নৈরাজ্যের মাঝে ঠেলে দিয়েছিলো।
১৯৭৫ সালের ক্যু'এর সময়ও ছাত্রদের কিনেছিলো আমেরিকান ডিপষ্টেট; তখন কিনেছিলো জাসদ ও উহার ছাত্র বাহিনী, "জাসদ ছাত্রলীগ" ও আওয়ামী বিরোধীদের। এবার কিনেছে চিহ্নিত শকুনদের। তারাই নতুন দল গঠন করে ৬ মাসের ভেতরে ২য় প্রতারণা করছে।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪৯