তুমি আমার সেই কবিতা নও-
যে কবিতা কপোত কপোতির হাতে
বাদামের কাগজ হয়ে থাকে।
তুমি আমার সেই কবিতা-
যা কিনা একটি প্রেমিক জোছনা রাতে
তার প্রেমিকাকে শুনায় আবৃতিতে।
তুমি আমার সেই মাতাল হাওয়া নও-
যাকিনা দোলা দিয়ে যায়
সবুজ বৃক্ষে,
তুমি আমার ঐ সবুজ বৃক্ষ-
যে আমাকে ছায়া দিবে চিরকাল
মাতাল হাওয়ার কোন পরোক্কা না করেই।
তুমি আমার কনক্রিট মনে এক
বায়বীয় অনুভূতি-
যেখানে প্রতিনিয়তই সৃষ্টি হয়
তোমার জন্য মধুকাব্য।
তুমি আমার বাঁজখাই কন্ঠে
একটি কোমল সুর-
যে সুরে আমি কান্তি বিলাই,
ভাসি বহু দূর।
তুমি আমার অপরিপক্ক বয়সে পূর্ণতার ছাপ
যার সংস্পর্শে এসে এই মন আমার
হতে চায় নিষ্পাপ।
তুমি আমার অনুভূতি, ভাল লাগা,
ভালবাসা, রাগ-অনুরাগ-
তোমার জন্যই আমার নিদ্রামগ্ন মন আজ
স্বপ্নালোকে সজাগ।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩