ছিল সেজন মোর প্রথমা সরলা,
ধ্বনিত্ব যেন হৃদয় হরনি কোকিলা!
ছিল যেন রূপপতি,
ক্রিয়া কৌশলা স্বর্গীয় দেবী,
তাই মন খুঁজে ফিরে মানবী !
ওগো মহালন সখী!
প্রতি পলয়ে যেন তোরেই দেখি।
হলাম জনম দুঃখী প্রেম ভিখারী,
ঘর হারিয়ে এখন পথে ঘুরে মরি।
নাইরে সাথী দুঃখ ভাগের,
চায় খোঁজ সকলে সুখের।
ফুলে মধু না থাকলে নাইরে ফুলের দাম,
যেমন দুঃখ না পাইলে যায়না বোঝা কষ্টের বিরাম।
আছেন জগৎ জুড়ে যত কবি মহাত্মা,
সবাই দুঃখে পরেই
সার্থক হয়েছেন !লেখেছেন সব,
ছ্যাকা খাওয়া কবিতা।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬