কানাডার কিছু সংখ্যক গবেষক মিলে এবার তৈরি করেছেন ফ্লেক্সিবল স্মার্টফোন। জানা গেছে, এই প্রোটোটাইপটি তৈরি করতে ব্যবহৃত হয়েছে ইলেকট্রনিক পেপার। খবর বিবিসি টেকনোলজির।
বিবিসি জানিয়েছে, এই স্মার্টফোনটিতে গতানুগতির অন্যান্য স্মার্টফোনের মতোই কথা বলা, মেসেজ পাঠানো, গান শোনা ও ইবুক পড়া যাবে। বাড়তি সুবিধা হিসেবে রয়েছে একে ভিন্ন ভিন্ন কোনায় ভাঁজ করলে ভিন্ন ভিন্ন ফাংশন চালু হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, কাগজের তৈরি বলে এই স্মার্টফোনটি ইচ্ছেমতো ভাঁজ বা ফোল্ড করে রাখা যায়। এর প্রধান নির্মাতা ড. রোয়েল ভের্টেগাল জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সব স্মার্টফোন দেখতে ঠিক এর মতোই হবে।
বিবিসি আরো জানিয়েছে, কানাডার কুইন ইউনিভার্সিটি ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা মিলে এই