@ এই চিন্হ টা আমরা যারা ইন্টারনেট ব্যবাহার করি তাদের জন্য অপরিহার্য চিন্হ !! এই চিন্হ টা নিয়ে ছোট্ট কিন্তু মজার একটি সমস্যা আছে!!
কি শুনতে চান??
শুনুন তবে----সাধারনত কি-বোর্ড এর আলফা-নিউমেরিক কি'র '২' বাটনটি Shift ধরে চাপলেই
@ চিন্হ টা আমরা দেখতে পাই । এতটুকু ঠিকই আছে কিন্তু অনেক সময় এই সাধারন কাজটি হয় না Shift+2 চাপলে " এই চিন্হটি দেখায়, সমস্যা এখানেই-
সমস্যার কারন ::?? সমস্যার কারন তেমন আহামরি কিছুই না,শুধু আপনার Language Bar এর Language অপশনটি পরিবর্তন হয়ে English United States থেকে English United Kingdom হয়ে গেছে।
সমাধান::= Language Bar এ গিয়ে আপনার কম্পিউটারের Language টি পরিবর্তন করে English United Kingdom এর বদলে English United States করে দিন।ব্যাস হয়ে গেল, এবার Shift+2 চাপলে @ আসে কিনা দেখেন তো!!!
পদটিকা:
Language Bar এ
English United Kingdom এ @ এই চিন্হ টা আসবে Shift+" =@
English United States এ @ এই চিন্হ টা আসবে Shift+২ =@
ভালো লাগলে মন্তব্য করনেন ..আনন্দিত হব,, লিখতে আগ্রহী হব!!
ধন্যবাদ