চারিদিকে নেটের দেয়াল ঘেরা,
স্বপ্নেরা অগোছালো, দু:স্বপ্নে ইশারায়
উদাসী বাঁশির সুর বাজে
বিষবৃক্ষ চারা বোনে
শেকড় ছড়িয়ে দেয়, স্বপ্নের আলোড়নে
তোলপার একরাশ অন্ধকার।
তুমি আর আমি পাশাপাশি
তবুও নিজেদের স্বপ্নগুলো
আজ আলাদা রঙে মাখা।
চারিদিকে নিশ্চুপ নিরবতায়
ছন্নছাড়া অসংলগ্ন কবিতায়
বিষন্ন রাত্রির কান্না লিখা থাকে,
দু:স্বপ্নেরা সব অন্ধকারের ছবি আঁকে
উদাসী বাঁশির সুরে মাতালের ভবঘুরে আট্টহাসি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১২ দুপুর ১:৪২