এক কাপ চা আর একটা সিগারেট,
সুখটান দেই প্রতি চুমুকে,
পাঁক খেয়ে উড়ে যায় ধোয়া আর
খানিকটা প্রাণের স্পন্দন।
হলদেটে ল্যাম্পপোস্টের আলোতে
আমার বারান্দায় আলো আধারির খেলা চলে।
ন্যাড়া মাথা ক্যাকটাসের কাঁটার ফাঁকে
বাতাসের মর্মর শব্দ খুজি, বাহ!
দু-একটা মাছি আর শতশত মশার ভ্যানভ্যানানি
রাস্তার নেড়ি-কুকুরের আর্তনাদ আর
হৃতপিন্ডের দামামা যেন
মায়াবী সুর সৃষ্টি করে চলছে অবিরত।
পাশের বাড়ির ঝগড়া নতুন মাত্রা যোগ করেছে।
রাস্তার ওপাশের আন্ডার কন্সট্রাকশন বিল্ডিং,
ছাদ ঢালাইএর বাঁশের ফাঁকে চাঁদ উঠেছে ওই
হায়রে আমার কাজলাদিদি, তুমি এখন কই!!