আমার ছোটবেলাটা একরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়এ কেটেছে
সেই প্রিয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে কিছু ছবিচারন......
আমাদের সেই প্রিয় স্কুল যেখানে কাটিয়েছি দশ বছরের বেশি কিছু সময়
স্কুল পেরিয়ে এই সিড়ি ডিঙ্গিয়ে কলেজে উঠা
তবু যাদের মন পড়ে থাকত নিচের ক্লাসের সেই "তার" জন্য এই বিশ্রামাগার
কলেজ ছিল সেইসময়ের ল ফেকাল্টির পাশেই। তাই কলেজে উঠেই একটা ভার্সিটি ভার্সিটি ভাব এসে যেত
কলেজ পালিয়ে আড্ডা আর মুনাজাতের ( তাস পিটান) স্থান,
বড় মাঠ শুধুই এনুয়াল স্পোর্টের দিনে সরগরম আর না হয় এমনই নিশ্চুপ ...
আর দুরে সেই স্বপ্ন পাহাড়
এই রাস্তা ধরে নিয়ত ঘুরাফেরা
এই অডিটরিয়াম যেখানে অনুস্ঠান তেমন হত না, ছিল পুলিশ ক্যম্প।
আর রাস্তা চলে গেছে ফেকাল্টির পথে
ছায়া ছায়া পথ গুলো ঝি ঝি পোকার আড্ডাখানা
এমন কিছু নির্জন পথে এক সময় কবি হতে মন চাইত
সেই শহীদ মিনার,
এটা শুধু শহীদ বুদ্ধিজীবীদের তরে শহীদ মিনার,
কেন্দ্রীয় লাইব্রেরী আর জাদুঘর
আর ক্যাফেটরিয়া যেখানে আনেক দিন একটাকায় চা পাওয়া যেত... আর ভার্সিটি আওয়ারে যে কোন গেম!
সুন্দর একটা ম্যুরাল জারুল তলার পাশে
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪