আকাশ ভেঙ্গে মেঘ জমেছে, কান্না কান্না রব
ব্যঙ্গেরা সব উঠছে মেতে, হচ্ছে উৎসব
বাতাস চলে ভীষণ বেগে এদিক ওদিক ঘুরে
তাল গাছেরই মাথায় আজি বাজে কি করুন সুরে
ঝড় উঠবে ঝড় উঠবে বলছে বাবুই পাখি
এই ঝড়েতে ভাঙবে বাসা বাচ্চা কোথায় রাখি?
বাবুই শুধু নয় যে একা ফিঙ্গে ময়না টিয়ে,
সবাই যেন সিটিয়ে আছে কানে তালা দিয়ে ভয়ে
বজ্র সুরে বাজছে আকাশ প্রলয়েরই গান গেয়ে
একলা কৃষক জমি চষে যায় বৃষ্টিতে ভিজে নেয়ে
নদীর জলে বাজছে নুপুর টুপুর টাপুর সুরে
মা ইলিশেরা ডিম ছেড়ে সব সাগর জলে ফিরে
নৌকায় মাঝি গলা ছেড়ে গায় দিগন্তকে ছুয়ে
মাঝির গান আর বৃষ্টির সুর মিশে একাকার হয়ে।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫