তোমার সবই আছে
যা কিছু প্রয়োজন চারপাশ ঘিরে , জীবনের তরে ।
তোমার সবই জানা
যা কিছু ঘটছে এই ধরণীর বুক জুড়ে ।
তোমার বর্ষা -গান, কদম ফুল সবই আছে
তোমার বৃষ্টিভেজা উল্লাস, কাগুজে নৌকো সবই আছে
তোমার ভুল বুঝার প্রবণতা, ভুলে যাওয়ার সহজ প্রথা সবই আছে
তোমার শহুরে জীবন, ব্যস্ততা
যান্ত্রিক সভ্যতায় বন্দী মানবতা
সবই আছে ...
শুধু তোমার নেই জানা
একটি মনের আরাধনা
কেউ একজন তোমায় নিয়ে ভাবে
কেউ একজন তার হৃদয়ে
তোমার ছবি আকেঁ ।