দুয়ারে প্রহেলিকা এঁকে নক্ষত্রজলসার বর্ষীয়ান চাঁদ আকস্মিক উধাও হওয়ার পরে-
হামেশা আলোকছটা উপেক্ষা করেছে যে মানুষ
তাঁর চোখেরভেতরেও জেগে উঠে প্রাক্তন চন্দ্রবেলার স্মৃতি
নিখোঁজ বিজ্ঞপ্তি আর কথাচিত্রে ছেয়ে যায় নক্ষত্রের শহর। তারাদের ঘর....
আমি জোছনাপ্রিয় সামান্য কাব্যপ্রেমী প্রাণ এক।
তাই স্মৃতিচিত্রগুলো কবিতাকথার আদলে বুকের ভেতরে মৌনমিছিল করতে করতে
বেরিয়ে পড়ে বাঁধভাঙ্গা জোয়ারে
কোথায় হে নক্ষত্র
কোথায় হে চন্দ্রাংশু
মিস ইউ। প্লিজ কাম ব্যাক। প্লিজ কাম ব্যাক
২.
এই শহরের হতাশ যে পথিক অবেলায় মেঘের 'পরের শূন্যতায় মন পুড়িয়েছে
তার জন্য তোমার ফেরা উচিত
অন্ধকারের ঘোরে যে ডুবে আছে তার জন্য তোমার ফেরা উচিত
তোমার কাছে 'আমাদের দেওয়ার মতো' আরো অনেক কিছুই আছে। আছে
মুক্তআলো
অভিজ্ঞতা
ইতিহাস...
আঘাত দিলেও নেবো, নেবো আলোর দ্রুতি, অভিজ্ঞতার নির্যাস, ইতিহাস
রোদে মেঘে নেবো আরো গাঢ় অভিলাষ। বিশ্বাস
ওহো মহীরুহ!
ওহো চাঁদ
ফিরে এসো, শীঘ্র
ছবি-১: অন্তর্জল
ছবি-২: ব্লগার ঠাকুর মাহমুদ
লেখাটি শ্রদ্ধেয় ব্লগার চাঁদগাজী'কে উৎসর্গ করছি।
(তুমি'র স্থলে 'আপনি' পড়ার অনুরোধ রইলো।)
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪