তোমাকে স্ট্রেইট কইতে না পারা কথাগুলো নৈঃশব্দ্যের ভাষায়
এঁকে দেই কাব্যের গতরে।
তুমি কাব্য বুঝ না, তবুও
কাব্যবোদ্ধার মতো আমার মৃতবৎ কাব্যদের ব্যবচ্ছেদ করে করে
তুলে আনো জীবন্ত সব সারমর্ম
তাই শব্দে - শব্দ জুড়ি; তাই কাব্য লিখি!
অতন্দ্রিতা,
তুমি আমার মৃতকাব্যের এক মোহগ্রস্ত পাঠক
তুমিই আমার মৃতকাব্যের মৌলিক সিগনেচার
বিকেলের উপাখ্যান
'ক্ষণিকপর বিকেলের রোদ্দুর ঘুমিয়ে পড়বে রাত্রির শিতানে
জীবনানন্দের সব পাখিরা ফিরবে নীড়ে-'
এমন এক বিমুগ্ধ শরৎবিকেলে
সুনাইচরে তুমি আমি আর একটা তিলা মুনিয়া
মনে পড়ে?
মনে পড়ে 'সিপ... সিপ...' পাখিরভাষা। জলের মৃদুমন্দ ছন্দসুর
তিলা মুনিয়া ডাকছিলো তার বেনামি প্রিয়ারে, আর
তুমি চোখেরভাষা শিখাচ্ছিলে আমারে
মনে পড়ে?
মনে পড়ে?
কবি ও কবিতার প্রেম
ছুটির বিকেলে প্ল্যান এঁটে, কলমের আঁচড়ে আঁকছি ছাইপাঁশ- স্কেচ।
'আমার চোখে স্বয়ং তুমি-ই একটা জীবন্ত কবিতা'
জানি, আমি কবিতাতে ডুবে গেলে তুমি হয়ে উঠবে আমার একনিষ্ঠ সেবিকা
অনুযোগের সব মেঘ ভেসে যাবে বর্ণ সঙ্গমে,
আমাদের চারকোণা ঘরে নামবে মায়াবী পূর্ণিমা
রাত আগাবে ভোরের পথ ধরে
ঝিঝিরা শোনাবে গান...
মহাকাল দেখবে, ভেটফুল আর জলের আরো এক ঐশ্বরিক চন্দ্রস্নান
কবি ও কবিতার প্রেম।
[ছবি: সংগ্রহীত]
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৪৪