শিকল পরিয়ে রকমারি নদীবক্ষে অংকিত হচ্ছে লালমাটির বন্দেজ।
তাজা রক্তে হাত ভিজিয়ে দিব্যি রঙ খেলছে দুপায়ী হায়েনা
লেপে দেওয়া কলঙ্ক নিয়ে নরকের হেঙ্গারে পুড়ছে প্রেয়সীর ওড়না,
বোনের ফ্রক।
কারো কারো মায়ের আঁচলে সংখ্যায় বাড়ছে কাঠকান্নার দাগ!
দৃশ্যমান এইসব প্রকৃতি বিরুদ্ধ কাজ-অকাজের তুমি শান্তিপ্রিয় নীরব দর্শক এক
জানো?! হে আত্মমগ্ন প্রাণ
তোমার এইসব শান্তিপ্রিয় নীরবতা প্রকাশ্যে কন্ট্রিবিউশন করছে এক বিধ্বংসী অপসংস্কৃতির পত্তনে
যে অপসংস্কৃতি সাইক্লোন ডেকে আনবে একদিন
যে অপসংস্কৃতি একদিন ভাসিয়ে নেবে তোমাকে-
প্রকৃতির গোগ্রাস ভেজাল-নির্ভেজালের ক্যাটাগরি বুঝে না-
অপদেবতার পাপে বেহুলাও ভাসে।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২০ রাত ১২:৩০