আঁচলতোলা অম্বরির কাব্যিক বুকের মতো চমৎকার এক পাণ্ডুলিপি আমি রোজ পড়ি এইখানে
সমুদ্রের মতো গভীর ভাব আর পাহাড়ের মতো স্থির অভীষ্ট তাঁর
'বাঁধ ভাঙ্গার আওয়াজ'
সুমিষ্ট মেওয়ার মতো গল্প কথার স্বাদ আছে এইখানে- আছে রজনীগন্ধার সুভাস, নিমপাতার তিতা আরো
কালজয়ী কতো কতো কবিতা।
নির্ঘুম রাত জেগে জেগে নক্ষত্রের আকাশ দেখার মতো করে একমনে
আমি রোজ অন্যএক আকাশ দেখি এইখানে-
আপন মনে জ্বলেজ্বলে নক্ষত্ররা এইখানে লিখে বাংলার সাম্প্রতিক গান
গণ-মানুষের কথা
এইখানের নক্ষত্রদের মিছিল দ্যাখে এখনো কেপে ওঠে 'নক্তচরের বন'
শব্দের ঝংকারে তাসেরঘরের মতো ভেঙ্গে ভেঙ্গে পড়ে অমানিশার আস্তরণ।
অতন্দ্রিতা,
মন থেকে তাড়িয়ে দাও যতো অভিমান, অমানিশার বিষাদসপ্তক
এইখানে নোঙর করো
এইখানে নক্ষত্র হও
আমাবস্যার নিস্তব্ধতায় তোলো বাঁধ ভাঙ্গার আওয়াজ।
(ছবি: ফ্লিকার ডট কম থেকে নেওয়া)
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ২:০১