বাহ! কি চমৎকার কাব্যিক নিগড়ে
পৃথিবীর গতরে উপচে পড়ছে যুবতী চাঁদনীর মায়া
চতুস্তলে: প্রেমাগুনে জ্বলছে কতশত-সহস্র নক্ষত্র...
এমন মন মাতানো রাত দেখলে, ইচ্ছে করে-
ধার-দেনা করে হলেও আমার আকাশে একটা চন্দ্রবিন্দু এনে বসাই
অতঃপর, বেলা বাড়লে কিংবা বিন্দু বৃত্তে বিবর্তিত হলে
খুবকরে প্রেমে পড়ি, প্রেম করি...
হে জগতপতি, আমায় একটা চন্দ্রবিন্দু দেবে?!
যেহেতু আমার চন্দ্রবিন্দু এখন গভীর ঘুমে!
August 26, 2017 at 10:55PM
---------------------------------------------
সন্ধ্যা হলে কাঁচের দেয়াল ফুঁড়ে উড়ে যায় ঐশ্বরিক আলো,
পাখিরা নিড়ে ফেরে- ঘুমন্ত নক্ষত্ররা জেগে উঠে- ঘাটে ভিড়ে ব্যস্তসমস্ত সংসারী তরী।
প্রাচীন নিয়মে রাত বাড়ে...
প্রেয়সী মন আয়েন্দা স্বপন আঁকে বিহ্বল কাজলচোখের কোণে
একেলা চাঁদ চলে একা- দূরে
মধ্যরাতে রাতজাগা পাখিরা ডাকে- ক্লান্ত ঝিঝিরা ঝিমায়-তরুশাখায়
ওভারব্রিজে-ফুটপাতে পথশিশুরা ঘুমায়- ঘুমায় ল্যাম্পপোস্ট- চারকোণা ঘর- অন্ধকার।
আমি জেগে থাকি
শেষরাতে জীবন বাবুর নক্ষত্রদের মরে যাওয়া দেখি, চাঁদের গা ঢাকা দেওয়া দেখি
দেখি কাঁচের দেয়াল ভেদক দিবা আলোর আধিপত্য।
July 24, 2017 at 8:04 PM
--------------------------------------------
মধ্যরাত। বারান্দায় বসে আকাশ দেখছি। চোখে ঘুম নেই! যেনো আমার ঘুমপরী গুমট কালো শাড়ি পড়ে প্রাণখোলে উড়ে বেড়াচ্ছে মধ্যরাতের মুক্ত আকাশে-
তারাদের গাঁ ছুঁয়ে, দূরে বহুদূরে উড়ে যাচ্ছে কয়েকখণ্ড বেনামি মেঘ।
জ্বলতে জ্বলতে
সোমাল রোডের উপরে- বিশ নাম্বার ব্রিজের উত্তুরের বেশ কয়েকটা সোডিয়াম বাতি আকস্মিক নিভে গ্যালো। যেভাবে খানিকপূর্বে দ্যাখতে দ্যাখতে নিভে গেছে চ্যাট লিস্টের সবগুলো সবুজাভ বাতি।
বাড়ছে রাত...
আমি একা জেগে আছি। কোথাও কেউ নেই!
May 26, 2027 at 1:44 AM
------------------------------------------
জীবন পেরিয়ে যাচ্ছে রঙবেরঙ্গি অগোছালো একটা সময়কাল
সময় পেরুচ্ছে জীবন
নৈসর্গিক রীতিতে নিয়মিত পরিপক্ব হচ্ছে মানব-বৃক্ষের গাঠনিক কাঠামো
বাড়ছে আশেপাশে বিপ্রতীপ প্রাণেদের আনাগোনা!
এখন মধ্যরাত।
দূরের তেপান্তর থেকে ভেসে আসা বেনামী রাতপোকাদের ডাক থামছেনা কিছুতেই
ঘুমহীন চোখের নির্ঘুম রাত জাগার কারণও খুঁজে পাচ্ছিনা অনেকক্ষণ
শুয়ে বসে নীরবে অন্ধকার গুনছি! শব্দের সাথে শব্দ জুড়ছি--
ঘুম! তবুও আসছে না কিছুতেই
সম্ভবতঃ আমার 'বেখেয়ালি ঘুম' আটকা পড়েছে প্রেয়সীর খিল আঁটানো শয়নকক্ষে।
May 24, 2017 at 12:17 AM
-----------------------------------------