বিশ্বাস করো
__________
কল্পনার জীবনীগ্রাফে যতন করে করে
'তোমার-আমার' কিছু আনন্দ এঁকেছিলাম একটাসময়
কালান্তরে সেগুলো মেঘ হয়ে গেছে আর তুমি
মেঘ বালিকা।
২
পানশালার বারান্দায় ঝিমুচ্ছে হেমন্তী রাতের আকাশ
শূন্যে উড়ছে মোহন সম্রাটদের মাথা
বিশ্বাস করো -
আমি মাতাল হতে আসিনি, এসেছি সম্রাটদের মাথা গুনতে
বিশ্বাস করো
বিশ্বাস করো
৩
তোমার আনন্দে মেঘদের রোদে কনভার্ট করতে করতে
আমি আজ এক ক্লান্ত ক্রীড়ক
ক্রীড়কদের হাসি-কান্নারাও নাকি ক্রীড়নক
স্রোতের বিপরীতে দৌড়ানোর শক্তি আমার ছিলোনা কোনকালেই, তাই
নিজেকে লুকোতে চেয়েছি সদা নিজেরই আড়ালে
তুমি টের পাও নি!
সাদাকালো স্বীকারোক্তি
________________
১
অপ্রেমের জলপুকুর থেকে তুলে এনে তোকে শিখিয়েছি প্রেম
তারপর ফেলে দিয়েছি আবার যন্ত্রণার সমুদ্রে
এ অপরাধ ক্ষমার অযোগ্য
এ অপরাধ ক্ষমার অযোগ্য
তাই,
তোর দোয়ারে ক্ষমার দরখাস্ত নিয়ে না গিয়ে নির্জনে নৈঃশব্দ্যে নিজেকে পোড়াচ্ছি...
এটা দাম্ভিকতা নয়, পাপের শাস্তি
আমি এক জঘন্য পাপী।
২
কবিতায় তোকে লিখবার জোর হারিয়ে গেছে সেই কবে
মায়ার শব্দকোষ এখন শূন্যতার দখলে
কোথাও বর্ণ নেই,
কোথাও বাক্য নেই,
নেই প্রেম-অপ্রেমের ছায়া
তবুও
তোকে লিখতে মাঝেমধ্যে আঁকিবুঁকি করি, আর
কবিতার পাতায় তুলে রাখি তার নির্যাস-
'সাদাকালো স্বীকারোক্তি'