জলমন্ত্র
ছুটির দুপুর-রাতদের হিসেব রাখা হয় না আজকাল
সতেজ বাতাস,
সূর্যোদয় তো আড়াই মিলিয়ন বছর আলোক দূরত্বের
'এন্ড্রোমিডা'
ব্রাণ্ডির কড়াঘোর আমার বেলা-অবেলা স্থির করে রাখে
একটি পক্ক কাঁচপাত্রে।
তবুও মাঝেমাঝে মনে পড়ে
তোমার মনকাড়া ভালোবাসা, আমার হঠাৎ পাওয়া প্রেম,
বাংলা-কবিতা'র আসর এবং আরো কতশত দুঃখকথাদের গল্প...
অতন্দ্রিতা, জলমন্ত্রের মোহগ্রস্ত অন্ধকার
জীবনের সব দুঃখগল্প গিলবার ক্ষমতা রাখে না।
১৮ সেপ্টেম্বর ২০১৮, সন্ধ্যা।
---------------------------------------------
দোয়ার-তাসবিহ
একখণ্ড সাদাকষ্ট হাতির পায়ে দাঁড়িয়ে আছে বুকের বামপাশে
ক্ষমা করো প্রিয়া,
নিকোটিনের কড়া ধোঁয়া এখন আমার বেহেস্তি ঔষুধ।
দেখো, শূণ্যে উড়ছে কতো সাদাসাদা হাতি; মেঘের ঘাটে ভিড়েছে অলৌকিক আলো...
দুপুররাতের খালি চন্দ্রশালা।
ঝিঝিপরান তপড়াচ্ছে পুবের কলমিবনে আর
আমি ঝপছি দোয়ার-তাসবিহ
'গাঢ় আন্ধারের নীরবতা হে
তুমি এসো দুঃখের সুখ হয়ে শাশ্বত মৃত্যুর ডাকে-'
১৮ নভেম্বর ২০১৮, রাত।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৫৯