কবিতা,
তোমার স্পর্শে জেগে উঠে ঘুমন্ত
ঝাউবন, কাঁচা কল্লোলে মূল সড়কের পাশের অরণ্য
কিংবা চোখেরতারা উজাড় করে
নৈঃশব্দে উড়ে যায় গুটি কয়েক সফেদবক, সাথে ব্যতিব্যস্ত
দিবসের সব অবসাদ...
০৬/১০/১৬,রাত।
----------------------------------------------
তুমি: তোমার ঘুমন্ত অবয়ব; আমার থেকে শতসহস্র মাইল দূরে
তবুও কতো কাছে, ভাবনার সবটা জুড়ে
শুধু তুমি তুমি এবং তুমি....
যেনো রক্তের অণুতে-অণুতে তোমার উপস্থিতি।
জানো? তুমি যখন নিশ্চুপ থাকো
তখন আমার দম বন্ধ হয়ে আসে, চোখ ঝাপসা হয়, হার্টবিট দ্রুত থেকে দ্রুততর হয়...
কমে যায় রক্তের হিমোগ্লাবিনের কার্যক্ষমতা।
কবিতা, তুমি কখনো নিশ্চুপ থেকো না।
আমি সুস্থ থাকতে চাই, চাই ভালভাবে বাঁচতে।
০২.১০.১৬
----------------------------------------------
তোমার অভ্যাগমনে--
স্বেচ্ছায় পালিয়ে যায় কালো মেঘের দল
সানন্দে জ্বলে ওঠে মনকাশের ম্রিয়মাণ সমস্ত নক্ষত্র
মুহূর্তেই রক্তে, শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ে
নন্দিত হাসির দ্রুতি।
কবিতা, তুমি আমার ভালো থাকার মূলমন্ত্র!!
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫১