® বিক্রিয়া
ডাস্টবিনে কাঁদছে তিনদিনের মানবশিশু!
ঈশ্বরভক্ত বোবা চোখ দৌড়ুচ্ছে উপাসনালয়ে
কোথায় ঈশ্বর?! মসজিদে- মন্দিরে- চার্চে...
যাজকদের রন্ধ্রেরন্ধ্রে ফতোয়াবাজি মিথ-
জারজ...
বেজন্মা...
পাপফল!
বহুকাল আগে, একপাল ম্যাকিয়্যাভেলিয়ান ধুরন্ধর কৌশলে
কর্ম গুলিয়ে নিয়েছে ধর্মের বর্তনে।
তারপর থেকে ঈশ্বরভক্ত বিবেক ফতুয়ার বিক্রিয়ায় বিগলিতপ্রায়!
--------------------
® আঁচড়
আজ মৃত্যু হলে-
কাল মরহুমের দুইদিন, পরশু তিনদিন...
চারদিন পেরুতে না পেরুতেই ম্রিয়মাণ জীবনেতিবৃত্ত!
টুনি-মন্তুদের মনেরাখে না জাজ্বল্যমান ইতিহাস।
হে মহাকালের পথিক,
এসো চেনা রক্তগন্ধের চৌকাঠ পেরিয়ে মুক্তমনে
ঘুরে বেড়াই শহরের অলিতে-গলিতে..
ফুটপাতে...
প্রাণে- প্রাণে...
কালেরপথে রেখে যাই জীবনতুলির আঁচড়।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩