গত পোস্টে( ক্লেরিহিউ পরিচিত এবং সামুর ব্লগারদের নিয়ে বাংলাভাষায় ক্লেরিহিউ চর্চা) ক্লেরিহিউ'র পরিচিতি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। যাঁদের কাছে কবিতার এ ফর্মুলা নতুন আপনারা পূর্বের পোস্ট ঘুরে আসতে পারেন।
ব্যস্ততার কারণে আমার ক্লেরিহিউ চর্চা সম্ভব হচ্ছে না। আজ অবশ্য ফ্রি আছি। সকালে কয়েকজন ব্লগারকে নিয়ে কয়েকটা লিখেছিও। ক্লেরিহিউগুলো পড়ার পূর্বে এডমন্ড ক্লেরিহিউ বেন্টলির ক্লেরিহিউ রচনার উদ্দেশ্য নিয়ে জেনে নিই-
কবি এডমন্ড ক্লেরিহিউ বেন্টলি মূলত বিখ্যাত মানুষদের নিয়ে মজা করার মাধ্যম হিসেবে কবিতাকে বেছে নিয়েছিলেন। এবং এই (ক্লেরিহিউ) ফর্মুলাটির উদ্ভাবন করেছিলেন। কবির রচিত মজাদার ক্লেরিহিউগুলোই এর উৎকৃষ্ট প্রমাণ। মাত্র চার লাইনে এক-এক'টি জীবনের বা এক একটি চরিত্রের ছোট্ট একটি অংশ বেশ চমৎকারভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। কবির হাস্যরসাত্মক ক্লেরিহিউ থেকে অনুপ্রাণিত কিংবা শখের বসে ব্লগারদের নিয়ে আমার ক্লেরিহিউ চর্চা। আশাকরি প্রিয় শ্রদ্ধেয় ব্লগার'রা কিছু মনে নেবেন না।
সামুর ব্লগারদের নিয়ে ক্লেরিহিউ চর্চাঃ
০৮। সোনাবীজ অথবা ধূলোবালিছাই
সামুর ইঁচড়েপাকা বড়ভাই
ক্লাস ফোরেই তিনি এডাল্ট
সাবধান! কেউ কইরেন না ইনসাল্ড।
০৯।
ব্লগার বিজন রায়
সহেন না কোনো অন্যায়
নন তিনি মুটেও সরল সোজা
কারো সাথে কাবজাও করেন না।
১০।
কবি বাকপ্রবাস
কবিতাপ্রেমীদের ক্রাশ
লিখেন শুধু কবিতা
মশা-টশাও বাদ পড়েনা।
১১।
পাঠকের প্রতিক্রিয়া
কি আর লিখবো উনারে নিয়া
মণ্ডল বাড়ির শেষ বাতি
সামু পাহারা দেন দিনরাতি।
১২।
ব্লগার বিদ্রোহী ভৃগু
নেই যার মুটেও ইগু
নিয়ে 'ন্যায়' নীতি
গড়েন সমাজ, সম্প্রীতি।
১৩।
সিনিয়র ব্লগার হাসান মাহবুব
শুরুতে তিনি লিখতেন খুব
এখন লিখেন মাঝেমধ্যে
বার্তা দেন গদ্যে-প্রবন্ধে।
১৪।
ব্লগার কথার ফুলঝুরি
ন'য় সে মুটেও বুড়ি
তবে কথা বলে পাকাপাকা
দুনিয়া'টা যেনো তাঁর ঘুরে দেখা।
১৫।
ব্লগার কাওছার চৌধুরী
মন্তব্যে প্রতিমন্তব্যে উনার নেই জুড়ি
যেমন ভালো লিখেন
তেমন বেশ পড়েন।
১৬।
ব্লগার রাকু হাসান
গান সত্যের গুণগান
সামুতে আছেন প্রায় মাস তিনেক
এটুকো সময়েও লিখেছেন অনেক।
১৭।
ব্লগার সাদা মনের মানুষ
অল্পতেও থাকেন বেশ খুশ
ছবি তোলেন খুউব ভালো
কালো তেও জ্বলে আলো।
১৮।
ব্লগারভ্রমরের ডানা
ন'ন একদম ভুলোমনা
তবে ব্লগিং করলে মন খুলে
নিজেকেও জান ভুলে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৪