ইংরেজি সাহিত্যের বিশেষ এক কাব্য ফর্মের নাম ক্লেরিহিউ। যার রূপ-রস কিংবা স্বাদ-গন্ধের বিশিষ্টতা তাকে অপরাপর কবিতা থেকে আলাদা আদলে পরিচিতি করতে সক্ষম হয়েছে। ক্লেরিহিউ সম্পর্কে অক্সফোর্ড এডভান্স লার্নারস ডিকশনারিতে বলা হয়েছে "a short amusing poem, usually consisting of two pairs of rhyming lines, and referring to a famous person."
১৯৬০ সালে উদ্ভাবক বেন্টলি "ক্লেরিহিউ" সম্পর্কে একটি চিঠিতে লিখেছিলেন- "A true clerihew has to have the name "at the end of the first line", as the whole point was the skill in rhyming awkward names."
উল্লিখিত বক্তব্যের উপর ভিত্তি করে আমরা বলতে পারি- ক্লেরিহিউ অন্ত্যমিলযুক্ত ৪ লাইনের একধরনের মজাদার ছড়া কবিতা। যার প্রথম দু'লাইনের মিল 'কক' ও পরের দু'লাইনের মিল 'খখ'। প্রথম লাইনের শেষে কোন একজন ব্যক্তির নাম। এবং লাইনগুলোতে ঐ ব্যক্তির স্বভাব-চরিত্রের কোন কোন অংশের উল্লেখ থাকে।
ক্লেরিহিউ'এর ইতিহাসঃ
বিগত শতাব্দীর ইংরেজ কবি এডমন্ড ক্লেরিহিউ বেন্টলি কবিতার এই অভিনব ফর্মের জনক। আর তাই কবির নামানুসারে এর নাম করণ করা হয়েছে। কবি মোট তিনটি ক্লেরিহিউ গ্রন্থ রচনা করেছেন। এগুলো হচ্ছে-
* Biography for Beginner's (1905)
* More Biography (1929)
* Baseless Biography (1939)
কবি এডমন্ড ক্লেরিহিউ বেন্টলির উল্লেখযোগ্য দু'টি ক্লেরিহিউ:
বেন্টলি'র প্রথম ক্লেরিহিউ ১৯০৫ সালে প্রকাশিত হয়, যেটা Sir Humphry Davy কে নিয়ে রচিত হয়েছিলো:১
১।
"Sir Humphry Davy
Abominated gravy.
He lived in the odium
Of having discovered sodium."
২।
"Sir Christopher Wren
Said, "I am going to dine with some men.
If anyone calls
Say I am designing St. Paul's."
উপরের বক্তব্য ও উদ্ভাবক কবি এডমন্ড ক্লেরিহিউ বেন্টলির রচিত ক্লেরিহিউ এর উপর নজর রেখে নিম্নে ক্লেরিহিউ এর কিছু বৈশিষ্ট্য দেওয়া হলো-
* ক্লেরিহিউ চার লাইন বা চরণের অন্ত্যমিলযুক্ত ছড়া কবিতা।
* প্রথম দু'লাইনের মিল 'কক' এবং পরের দু'লাইন 'খখ'।
* প্রথম লাইনের শেষাংশে ব্যক্তি নাম থাকে।
* শেষের লাইনগুলোতে ঐ ব্যক্তি সম্পর্কে সংক্্ষিপ্ত তথ্য থাকে।
* লাইনগুলোর দৈর্ঘ্য ও মাত্রার অসমতা থাকে। প্রয়োজনে অনুপ্রাসের ব্যাবহার করা যেতে পারে।
বাংলাভাষায় সর্বপ্রথম প্রখ্যাত ছড়াকার শ্রীযুক্ত অন্নদাশঙ্কর রায় ক্লেরিহিউ রচনা করেন। তাঁর মাত্রাবৃত্ত ছন্দে রচিত চমৎকার একটি ক্লেরিহিউ-
‘মিস্টার জাসটিস সেন
রায় যত উলটিয়ে দেন
ছোট ছোট জাজ তাই দেখে
রায় ছেড়ে ক্লেরিহিউ লেখে।’
[তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ও অন্তর্জল]
সামুর ব্লগারদের নিয়ে আমার ক্লেরিহিউ চর্চাঃ পর্ব- ০১
০১।
সামুর ব্লগার চাঁদগাজী
ধরেছিলেন জীবন বাজি-
উনিশ'শ একাত্তরে
ফিরেছেন দেশ স্বাধীন করে।
০২।
প্রিয় নিজাম মণ্ডল ভাই
ফান-গানে তাঁর জুড়ি নাই।
কখনো-সখনো কবিতাও লিখেন
চেনা-অচেনা নিকে ব্লগ মাতিয়ে রাখেন।
০৩।
ব্লগার আখেনাটেন
দুঃখেও সুখ মিশিয়ে পোস্ট করেন
তাঁর ব্লগ পড়ে
হাসির তুপে ঠোট নড়ে।
০৪।
কথাসাহিত্যিক রাজীব নুর
স্বপ্নে থাকেন বিভোর
কি আয়েসি জীবন উনার?!
দেখে হিংসে লাগে আমার!
০৫।
নতুন ব্লগার অচেনা হৃদি
চমৎকার উনার লিখনশৈলী
দারুণ দারুণ পোস্ট লিখে
পাঠকদের চিত্তে নিয়েছেন নিজেকে এঁকে।
০৬।
সামুর ব্লগার সনেট কবি
মানুষ তিনি বড্ড ভাবী
সনেট লিখতে লিখতে
রেকর্ড নিয়েছেন নিজের করে।
০৭।
কবি সেলিম আনোয়ার
চোখভরা স্বপ্ন উনার
লিখেন জাগরণী কবিতা-গান
পড়লে জুড়ায় মনঃ প্রাণ।
[বি.দ্রঃ পারমিশন ছাড়া ব্লগারদের নিক নিয়ে ক্লেরিহিউ লিখবার জন্য দুঃখিত। লিখাগুলো সম্পূর্ণ চর্চার উদ্দেশ্যে লিখা। অতএব, ইতিবাচক দৃষ্টিতে দেখবার অনুরোধ থাকলো। ভালো থাকবেন।
আর হ্যা, সামুর সকল ব্লগারদের নিয়ে ক্লেরিহিউ লিখবার ইচ্ছে আছে। অগ্রিম পারমিশন নিয়ে নিচ্ছি।]
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২১