অনেকদিন ধরে সামুতে আমার আসা যাওয়া কমে গেছে। ছাত্র জীবনের শেষভাগে ব্লগের সাথে পরিচয় হওয়ার পর খুচরা ৪-৫ টা পোস্ট ছাড়া নিজের বলে বিশেষ কিছু নেই। তারপরও ব্লগে যাওয়া আসা ছিলো কিছু পিছুটানে। কিছু গল্প, কবিতা, বন্ধু ব্লগারের পোস্টের টানে প্রতিদিন একবার করে অন্তত ঘুরে যেতাম। পরে চাকুরীর ব্যস্ততায় কমে গেলো তাও।
গতকাল রাতে শেষ ব্লগে এলাম, চোখ বুলালাম ২/৪ টা পোস্টে। আমার এরকম ঝটিকা ব্লগ সফর যত সংক্ষিপ্তই হোক না কেন "অনুসারিত ব্লগ" ট্যাবে একজনের লেখা কখনো আমার চোখ এড়াতো না। তিনি ছিলেন ইমন ভাই। কাল রাতেও তার শেষ পোস্টটা অনেকক্ষন ধরে খোলা ছিলো আমার ব্রাউজারে, কিন্তু পড়ে শেষ করতে পারিনি অন্য কাজের চাপে। আজ সকালে দেরী করে উঠে নাস্তা করতে করতে ফেসবুকে চোখ বুলাচ্ছিলাম হঠাৎ আরিফ জেবতিক ভাইয়ের স্ট্যাটাসে চোখ আটকে গেলো।
বাংলা ব্লগের এই কিংবদন্তি বড় অবেলায় আমাদের কষ্ট দিয়ে চলে গেলেন।
আল্লাহ আপনার বেহেশত নসিব করুক ইমন ভাই।