সেইন্ট মার্টিন গিয়েছেন, থেকেছেন এবং ঘুরে ফিরে ঘুরে ঘুরে দেখেছেন অথচ ছেঁড়া দ্বীপ যাননি তাদের জন্য বঙ্গোপসাগর পরিমাণ সমবেদনা।
যদি আপনি সাগরের নীলে অবগাহন করতে চান, যদি আপনি নির্ভেজাল সবুজে চোখ জুড়াতে চান, যদি আপনি বিষাক্ত পৃথিবী থেকে একটুখানি ছিন্ন হতে চান তবে বলবো ছেঁড়া দ্বীপ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে!
আকাশে সাগরে গভীর মিতালী এখানে। ধারালো প্রবাল আর ঝিনুকের একচ্ছত্র আধিপত্য এখানে। শুধু সবুজ কেয়াবনটাই খুব একা! সাগরের অন্তহীন ধমক শুনে শুনেই তার দিন কাটে। তবুও দিব্যি আছে কেয়াবন।
ছবি গুলো একটু পুরনো। ২০১৪ সালের নভেম্বরে উঠানো। আমি এবং আমার বন্ধু আকিব আবরারের উঠানো কিছু ছবি নিয়ে আজকের পোস্ট।
ছেঁড়া দ্বীপের ছাড়া ছাড়া কিছু ছেঁড়া ছবি!
একাকীত্ব
ঐ দেখা যায় কেয়াবন
ছেঁড়া দ্বীপে কিন্তু কোন ঘাট নেই!
জীবন ও জীবিকা
জ্বলন্ত কেয়াবন
ঝিনুকের দেশ
ডাব খাবেন?
নামাযের স্থান
নির্জন কেয়া বন
পাথর পানিতে যুদ্ধ
নীলাধার
সাম্পান
নীল-সোনালী-সবুজ
মৃত নাকি জীবিত?
যদি সাগরের পানি থেকে নীল বানানো যেতো!
লম্বা গাছটিকে দূর থেকে দেখা যায়
সুন্দর ও সৌন্দর্য
আলোকিত জল!
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০