লেখাটা লেখার ইচ্ছে ছিল ভরা বরষায়। ঋতুরাজের দেশে বর্ষার ভেলকি দেখতে দেখতে আর লেখা হয়ে উঠেনি। আজ রাতে টিউশনি ফেরত আমার প্লেলিস্টে Shuffle অবস্থায় একের পর এক বৃষ্টির গান বাজতেই মনে হলো লিখে ফেলি। এমনিতেও শীত নামাতে নিয়মিত উনো বর্ষা চলছে।
সিনেমায় বৃষ্টি একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সিনেমাতে বৃষ্টির দৃশ্য একটি দৃশ্যের আবেদনকে নতুন মাত্রায় নিয়ে যেতে সাহায্য করে। একটি সাদামাটা কাহিনীর দৃশায়ণকেও করে অনেক স্মৃতিবহ এবং হৃদয়গ্রাহী। আজকে আলাপের চেষ্টা করবো সিনেমায় কখন কখন বৃষ্টিকে ব্যবহার করা হয়েছে।
হাসি,আনন্দ
সিনেমায় বৃষ্টিকে আনন্দ,হাসি আর আত্মহারা প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। যেমন 1952 সালে মুক্তিপ্রাপ্ত Singin' in the Rain মুভিতে নায়কের ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজে ভিজে শিশুসুলভ আত্মহারায় গান গাওয়ার দৃশ্যটি এখনো পর্যন্ত সর্বকালের শ্রেষ্ঠ বৃষ্টির দৃশ্য।
এছাড়াও মুক্তির আনন্দ প্রকাশে বৃষ্টিকে ব্যবহার করা হয়েছে The Shawshank Redemption মুভিতে। বিনা অপরাধে যাবজ্জীবন জেল খাটা এক আসামীর মুক্তির আনন্দ প্রতি ফোঁটা বৃষ্টির সাথে সাথে ভিজিয়ে দেয় দর্শকের হৃদয়।
তামিল মুভি Vettai তে দুই চঞ্চল সহোদরা বোনের intro তে যে গানের দৃশ্য ছিল,সেটিতে বৃষ্টিকে আনা হয় তাদের আত্মহারা মনকে বুঝাতে।
একশ্যান
মারামারির দৃশ্যেও বৃষ্টি তৈরি করে আলাদা আবহ। আমার একশ্যান দৃশ্যগুলোর মধ্যে সবচেয়ে ভাল লাগে The Ninja Assassins মুভির ফাইটের দৃশ্যটি।
এছাড়া The Matrix: Revolution এর বৃষ্টিতে মারামারির দৃশ্যটাও অনেকের প্রিয়। এই সুযোগে দেখে নিন সেরা দশটি বৃষ্টিতে মারামারির মুভি ক্লিপ-
The Last Samurai মুভিতে টম ক্রুজের ফাইটটা পরিবেশের প্রতিকূলতাকে রুপক অর্থে বুঝাতেই ব্যবহার করা হয়। একজন লোকের সম্পূর্ণ বৈরী পরিবেশেও নিজের আত্মসম্মান নিয়ে টিকে থাকার লড়াইয়ে বৃষ্টি যোগ করে নতুন মাত্রা।
টান টান উত্তেজনা আর স্নায়ুবিক চাপ বুঝাতেও বৃষ্টি ব্যবহৃত হয়েছে মারামারির দৃশ্যে। যেমন Lord of the rings মুভির Battle of Helms –এ।
রোমান্টিকতা
সিনেমার রোমান্টিক দৃশ্য বলতেই আমরা Titanic মুভির দৃশ্যটাকেই স্মরণ করি। তবে বৃষ্টির সবচেয়ে রোমান্টিক দৃশ্যায়ণ হচ্ছে The Notebook মুভির দৃশ্যটি।
এরপরেই The Spiderman মুভির দৃশ্যটি।
এরপর বলিউডের Rahna hai tere dil mein মুভির Diya Mirza’র intro সিনটা। অনেক জনপ্রিয় একটি দৃশ্য এবং সেইসাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক।
গানে
আজকালকার বোম্বাই মুভিতে একখানা আইটেম সং থাকা খুব জরুরি ব্যাপার। নিকট অতীতে (কমেও সাত বছর আগে) আইটেম সং এর জায়গায় ছিল বৃষ্টির গান। আর উপমহাদেশীয় দর্শকদের রুচিবোধের কারণেই বোধহয় এইসব গান অধিকাংশ ছিল erotic।
বৃষ্টি নিয়ে করা হিন্দী সিনেমার ব্যাপক জনপ্রিয় গানটা হচ্ছে 1994 সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার এবং রাভিনা ট্যান্ডন অভিনীত Mohra মুভির “টিপটিপ বারসা পানি”।
অক্ষয় কুমার অভিনীত আরো একটি বৃষ্টির গান হচ্ছে Andaaz (2003) মুভির গানটি। সহশিল্পী হিসেবে ছিলেন প্রিয়াংকা চোপড়া।
প্রিয়াংকা চোপড়ার ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডের হার্টথ্রুব(!) নায়ক ববি দেওল এর সাথে করা আরেকটি বৃষ্টির গান আছে। Barsaat নামের 2005 সালে মুক্তি পাওয়া মুভির।
অক্ষয় কুমারের সাথে সাথে বলিউডে অভিষেক হয়েছিল আরেক নায়ক সুনীল শেঠির। তিনিও বৃষ্টির গান থেকে পিছিয়ে নেই কোন রকমে। 1994 সালেই করেছেন Jhankar মুভিতে বৃষ্টির গানে অভিনয়।
বলিউড থেকে অনুপ্রাণিত হয়ে কিনা কে জানে। আমাদের বাংলা সিনেমায়ও অনেকগুলো জনপ্রিয় বৃষ্টির গান আছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সালমান শাহ আর শাবনূর অভিনীত “দুই পৃথিবী” সিনেমার “বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে”।
তারও আগের অঞ্জনা এবং ওয়াসিম অভিনীত “নরম গরম” সিনেমার “এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না” শ্রোতামহলে ছিল ব্যাপক সমাদৃত।
ফেরদৌস এবং মৌসুমী অভিনীত “কুসুম কুসুম প্রেম” সিনেমার “বৃষ্টি পড়ে টাপুর টুপুর” গানটাও কম জনপ্রিয় নয়।
খতম করার আগে, এতগুলো গানের সাথে ফ্রি-তে দিয়ে যাই “শিরোনামহীন” ব্যান্ড এর একটি গান।
সবাই ভাল থাকুন।
১. ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০০ ১