প্রসঙ্গঃ আসছে ১৪তম ব্লগ ডে উপলক্ষে লেখা প্রতিযোগিতা.....
ব্লগে সাধারণত প্রফেশনাল লেখক খুব কম আছেন। কিন্তু আমাদের প্রিয় সামহোয়্যারইন ব্লগে লিখে অনেকেই লেখক হিসেবে স্বীকৃতি পেয়েছেন, সুনাম অর্জন করেছেন- এই কৃতিত্ব শুধু লেখকের একার নয় বরং পাঠক এবং সামহোয়্যারইন ব্লগেরও। যেসব ব্লগার ভালো লিখে সবার সম্মান অর্জন করেছেন- সেই সম্মানের জন্য আমরাও গর্বিত সেইসব গুণী লেখক ব্লগারদের সাথে ব্লগে থাকতে পেরে।
এই 'লেখা আহবান' আমার অজান্তেই আমাকে প্রশ্নের সম্মুখীন করে। ব্লগ এডমিন বলেছেন ‘অমুক বিষয়ে লেখা হবে।’ আমি ভাবছি সত্যিকার অর্থে একজন লেখক ফরমায়েশি লেখা লিখতে পারেন কিনা। ব্যক্তিগত ভাবে আমি উপলক্ষের লেখা লিখতে পারি না। তবু ‘অমুক’ বিষয়ে একটা ‘লেখা’ লেখার বাসনায় আমি নিজের কাছে তদ্বির করে দেখলাম একেবারেই শূন্য আমার লেখার পরিধি।
লেখা প্রতিযোগিতা স্কুলের শিশুতোষ কোমলমতি ছাত্রদের জন্য অত্যন্ত প্রেরণা জোগায় নিঃসন্দেহে! তবে সর্বক্ষেত্রে প্রতিযোগিতা অনেকটাই বৈসাদৃশ্য। অনেক অনেক হাই প্রোফাইল লেখক ব্লগার আছেন যারা বছরের পর বছর ব্লগে কিছুই লিখেননি, একটা মন্তব্য করেও নিয়মিত লেখালেখি করেন তেমন ব্লগারদের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে উৎসাহিত করেননি তারাই ব্লগের লেখা প্রতিযোগিতায় বেশী উৎসাহী! ব্লগের লেখা বাছাই কমিটিও তাদেরকে সম্মানিত করে নিজেদের ক্যারামতি প্রদর্শন করে ধন্য হবেন বলেই মনে করি! ব্যাক্তিগত ভাবে আমি মনে করি, যারা সারা বছর ব্লগে ভালো মন্দ যা কিছু লিখেছেন সেখান থেকেই ভালো লেখা বাছাই করে নিয়মিত ব্লগারদের সম্মাননা দেওয়া উচিৎ, সম্মানিত করা উচিৎ।
যারা নিয়মিত ব্লগে ভালো মন্দ লিখে ব্লগ মুখরিত রেখেছেন তাদের অনেকেই এই লেখা প্রতিযোগিতায় অংশ নিতে স্বাচ্ছন্দ্য বোধ না করলেও যারা একদা ব্লগে লিখতেন তাদের মধ্যে অনেকেই পুরস্কারে জন্য ঋতুমতি লেখক হিসেবে লেখা জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন....সেইসব ব্লগারদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি- তারা স্বীকৃতি নিয়ে আবারও ব্লগ থেকে পগারপার হবেন, নিরুদ্দেশ হবেন সেটা সুনিশ্চিত।
এই মৌসুমি সাহিত্য গুরুত্বপূর্ণ সাধারণ পাঠকদের মৌলিক সাহিত্য পাঠে অক্ষম করে তুলতে পারে। বলতে গেলে এই মৌসুমি সাহিত্য, ঋতুমতি সাহিত্য নিয়মিত ব্লগারদের ব্লগের প্রতি অনিহা করে তুলবে।
সেক্ষেত্রে কতৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, নিয়মিত ব্লগারদের থেকেই লেখা আহবান করা। যেসব ব্লগার বিগত বছরে কমপক্ষে চারটা(প্রতি তিন মাসে একটা লেখা পোস্ট করেছেন) ব্লগ লিখেছেন তারাই ব্লগ ডে উপলক্ষে লেখা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অনেকেই হয়তো বলবেন, 'কর্মব্যস্ততার জন্য ব্লগে লিখতে পারিনি'- যারা বছরের পর বছর কর্মব্যস্ততার জন্য ব্লগে আসতে পারেননি, তাদের কাছে সবিনয়ে অনুরোধ করবো- আপনাদের কর্মব্যস্ততা ছেড়ে পুরস্কারে জন্য লেখা দেওয়ার দরকার নাই।
হয়তো এইযে নিষ্প্রাণ লেখার জগৎ এটাও একটা প্রকল্প, চেতনাহীনতার। যে জাতির চিন্তায় স্বচ্ছতা নাই, চিন্তার স্বাধীনতা নাই তাদের ভেতর প্রাণবন্ত লেখার চিন্তা করাও বাতুলতা। আবার যে বা যারা পুরস্কারের জন্যই কবর থেকে উঠে এসে একটা দুইটা তিনটা লেখা দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে সামহোয়্যারইন ব্লগের রেটিং নিয়ে অন্যত্র ফায়দা হাসিলের মতলব আঁটছেন তাদের লেখা বিবেচনায় না নেওয়াই উচিৎ-এটা একান্তই আমার মতামত।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৩