পালানোর গল্প---------
ছেলেবেলায় আমি বেশ কয়েক বার বাড়ি পালিয়ে ছিলাম...সেইসব ঘটনা ব্লগে এবং ফেসবুকের আমার আগের আইডি তে লিখেছি। আমাকে একজন শিক্ষক পড়াতেন...যার কথা আগেও একাধিক বার বলেছি। আমার ঘর পালানো প্রসংগে সেই গৃহ শিক্ষক একটা গল্প বলেছিলেন। গল্পটা এমন....
ভীষণরকম ভীতু একটা লোক। সব সময় মৃত্যু ভয় তাড়া করে তাকে। ভয় এমনই যে ঘরেও শোয় না, পাছে ভূমিকম্প হয়, ঘর ভেঙে চাপা পড়ে মরে।
সেই ভীতু মানুষটা একদিন উঠোনে খাটিয়া পেতে শুয়ে। মাথার উপর টলটলে রাতের আকাশ। ঝলমল করছে চাঁদ, তারারা। মুগ্ধ চোখে তাকিয়ে ছিল লোকটা, হঠাৎ একটা কথা মনে এলো তার। যদি আকাশটা ভেঙে পড়ে.....তবে?
আকাশের নীচে থাকাও বিপদ! সুতরাং সে ছুটতে ছুটতে এবং হাঁটতে হাঁটতে আকাশের নীচ থেকে পালাতে চাইল।
দিন যায়।
মাস যায়।
বছর যায়।
আকাশের শেষ নেই। হাঁটতে হাঁটতে সে পৌঁছাল এক জনহীন প্রান্তরে। সেখানে এক সন্যাসী একটা গাছের নীচে বসে ধ্যানে মগ্ন। ভীতু লোকটা সেই সাধুর পাশেই বসল।
সান্যাসী চোখ খুললেন। ভীতু লোকটাকে প্রশ্ন করলেন,
"তোমার কী সমস্যা বৎস?"
লোকটা তার ভয়ের কারণ খুলে বলল, "এই আকাশটা এত বড় যে হাজার হাজার মাইল পেরিয়েও এর নীচ থেকে বেরোতে পারলাম না। এখন আকাশ চাপা পড়ে মরাই আমার নিয়তি"।
মৃদু হেসে সন্যাসী বললেন,
"মৃত্যু যখন সুনিশ্চিত, তখন আমার একটা কাজ করে দাও। একটু দূরে একটা গ্রাম আছে। সেখানে অনেক সজ্জন মানুষের বাস। তুমি সেই গ্রামে আমার হয়ে ভিক্ষা চাইতে যাও। ভিক্ষা চাওয়ার সাথে সাথে প্রচন্ড গালিগালাজ করবে। তাতে তোমার হয়ত একটু শারীরিক পীড়া হবে কিন্তু, এই কাজটা করে দিলে আমি তোমাকে আকাশের হাত থেকে মুক্তির উপায় বলে দেব"।
লোকটা ভাবল, এ আবার কেমন কথা। ভিক্ষা চাইতে হবে এ আর এমন কী শক্ত কাজ। কিন্তু তার সাথে খারাপ কথা বলতে হবে! এমন করলে কেউ ভিক্ষা দেয় নাকি?
কিন্তু সন্যাসীর শেষ কথাটাও সে ফেলতে পারল না। অতএব....
গ্রামের ঘরে ঘরে সে ভিক্ষা চাইতে শুরু করল, আর তারপরেই প্রচন্ড কুকথা। কোনো বাড়ির লোক ভিক্ষা তো দিলই না, বরং দু এক জায়গায় জুটল অর্ধচন্দ্র! গ্রামের শেষ মাথায় ছিল এক কুমোরের বাড়ি। ভীতু লোকটা একটু আগেই বেদম প্রহার সহ্য করেছে। কুমোরের বাড়ির সামনে এসে দুদণ্ড ভাবল সাধুর কথা আর শুনবে কিনা। তারপর ভাবল মাত্র একটা বাড়ি বাকি। একটু কষ্ট সহ্য করলেই মাথার ওপর আকাশ ভেঙে পড়ার ভয় থেকে মুক্তি। তাই সে কুমোরের বাড়ির দরজায় দাঁড়িয়ে প্রথমে ভিক্ষা চাইল। তারপর খুব গালিগালাজ শুরু করল।
কিছুক্ষণ পর, কুমোর পত্নী একটা বড় বাটিতে অনেকটা খাবার এনে ভীতু লোকটাকে দিতে সে প্রশ্ন করল,
"সবাই আমার খারাপ কথা বলার জন্য ভিক্ষা তো দিলই না, উপরন্তু বেশ কয়েক ঘা দিয়েছে। অথচ আপনি আমার গালিগালাজ সত্ত্বেও ভিক্ষা দিচ্ছেন! মহান আপনি"।
"না বাবা। আমি এক গরীব কুমোরের সাধারণ পত্নী মাত্র। আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি। ক্ষুধায় কাতর হয়ে আপনি এইসব কুকথা বলছেন। আপনি নয়, পেটের জ্বালা আপনাকে দিয়ে এসব বলাচ্ছে। কোন দোষ নেই তাতে"।
অবাক ভীতু লোকটা সাধুকে এসে সব বলল। সাধু এসে হেসে,
"ওই যে কুমোর পত্নী, ওইরকম আরও মানুষ ছড়িয়ে আছে এই পৃথিবীতে। ওরা শুধু মানুষ নন, এক একজন খুঁটি। এই খুঁটিগুলো যতদিন থাকবে তুমি নিশ্চিত থেকো, আকাশ ভেঙে পড়বে না"।
পণ্ডিত মশাই আমার পিঠে হাত রেখে বললেন... "তুমিও আর কখনো বাড়ি ছেড়ে পালাবেনা...., পালিয়ে সমস্যার সমাধান হয়না। জীবন থেকে পালানো যায়না।"
(এই গল্পটা আপনারা অনেকেই হয়ত ভিন্ন ভাবে শুনেছেন- আমিও নিজের মতো করে লিখলাম)
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫১