আহা! সুরন্জনা,মিষ্টি মেয়ে
অভিমান করে না!
আমি প্রকাশক-
হয়েতো আর লেখা ছাপবে না।
দুঃখ করতে নেই
অভাগা দুঃখিনীর মা!
ভাবির হাতে যৌবনের চাবি,
আমি যে তাহার মিষ্টি কবি।
ভালোবাসবি কি না বল আমায়,
পাশবিক যাতনায়!
চির যৌবণ আমার জাগ্রত রয়
আহা! উন্মাদিনী তোমার বাসনায়।
কালনীর বানে শ্যাওলার সনে
জগতের জঞ্জাল সব ভেসে যায়!
সুরন্জনা অপবাদ দিওনা- সৃষ্টির এ লাঞ্ছনা,
ভেসে যাওয়া স্রোতে মানবে না প্রবঞ্চনা।
কালনী উপহাসে
সম্পাদক হাসে!
চরিত্রের প্ররোচনায়
না হয় একটা কোরবানি-ই দিলে!!!
কাকে দোষ-বে?
হা, কেস হিস্ট্রি ঘাঁটলে
পুলিশও অট্রহাসে
সমস্যা কি তারা ভালোবাসলে?
দম্ভ কিসে? অহঙ্কারে সেটা সহাস্যে বল-
সাক্ষ্য যত মানুষ শত
তারা সবাই একেকটা যেন,
ঠিক আমাদেরই মত!
কামনায় আগুন জ্বালায়ে
অট্রহাসে বাউল!
ঘরে আসা ভিখিরির হাতে
গৃহিনীর দেওয়া এক মুঠো চাউল।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৯