যত কিছু জানি আমি আর তুমি!
সে আমাদের জন্মভুমি,
সবুজের তেপান্তরে ধান ক্ষেতের আড়ালে
প্রভাতের শুরুতে, ঘাসপাতার শিশিরে-
খালি পায়ে সে এক উন্মাতাল কিশোরী।
যার চোখে স্বপ্ন খেলে গোধূলির রঙে
আর ঐশ্বরিক সকাল হয় বিলীন
তার শ্যামা চরণে!
কোন এক কৈশোরে সাজিয়েছিল স্বপ্ন
দুপুরের রোদঝড়া সূর্যে, খালি পায়ে দাঁড়িয়ে,
নিষ্পাপ যত ছিল, সবি ভ্রান্তি!
কলঙ্ক সাজিয়েছে জীবনের এই ক্লান্তি।
অলস সাজে এই মানবতার তরে,
জ্বালিয়েছ তুমি সন্ধাবাতি-
চোখের আড়াল হয়ে যাওয়া সেই অধরা সময়টা!
ঈশ্বরের প্রেম হয়ে ভালোবাসার নাম নিয়ে
চির অধরা এই নিয়তি,
হৃয়ের এই অপ্রাপ্তি।
ছবি- সংগৃহিত।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫