আমরা যারা php দিয়ে কাজ করি তাদের কাছে mysql ডাটাবেজ খুবই জনপ্রিয় কারন এটা খুব সহজে php এর সাথে connect করা যায়।কিন্তু ঝামেলা টা তখনই হয় যখন php এর সাথে sqlserver অথবা Oracle কে connect করতে হয়।নো চিন্ত ডু ফুর্তি কারন নীচের step গুলা follow করলেই SqlServer2008 কে সহজেই Codeigneter দিয়ে connect করে Application তৈরী করা যায়।
১) এই লিংক থেকে SQLSRV20.EXE কে ডাউনলোড করেন।তারপর extract করুন C:wampbinphpphp5.3.0ext তে।
২)এবার PHP.ini ফাইল টা এডিট করতে হবে।শুধু লিখুন extension = php_sqlsrv_53_ts_vc6.dll
৩)আবার এই লিংক ডাউনলোড করে install করুন sqlncli.msi
৪)Restart Wamp.
৫) এই লিংক থেকে sqlsrv-1.1.tar.gz ফাইল ডাউনলোড করে Extract করলে
sqlsrv নামে একটি ফোল্ডার পাওয়া যাবে।এই ফোল্ডার কে কপি করে /system/database/drivers/ এখানে পেস্ট করুন।
৬)এবার /system/application/config/database.php ফাইলটি নীচের মতো করে কনফিগার করুন। ব্যাস তারপর Application করে ফেলুন php with sqlserver2008.
$db[‘default’][‘hostname’] = “servername”;
$db[‘default’][‘username’] = “username”;
$db[‘default’][‘password’] = “password”;
$db[‘default’][‘database’] = “databasename”;
$db[‘default’][‘dbdriver’] = “sqlsrv”;
$db[‘default’][‘dbprefix’] = “”;
$db[‘default’][‘pconnect’] = TRUE;
$db[‘default’][‘db_debug’] = TRUE;
$db[‘default’][‘cache_on’] = FALSE;
$db[‘default’][‘cachedir’] = “”;
$db[‘default’][‘char_set’] = “utf8”;
$db[‘default’][‘dbcollat’] = “utf8_general_ci”;
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১১ সকাল ১০:২২