মানুষের একটা বয়স থাকে যখন না বুঝে গান শুনে আবার বুঝে গান শুনে আরেকটা বয়সে। ছোটরা দেখা যায় গানের মানে যাই হোক ডিস্টিং ঢিস্টিং মিউসিক থাকলেই সেইটা তার পছন্দের গান হয়ে যায়।আবার বড়রা যেই গান শুনে সেইটাও আবার প্রভাব ফেলে তার গানের রুচির উপর। যখন আরেকটু বড় হয় যাকে বলে টিন এজ তখন নতুন নতুন গানের প্রতি ঝোক বাড়ে সেই গানের কথা ভালো হোক আর মন্দ হোক সমস্যা না। বন্ধুরা যেই গান শুনছে বা কোন গান শুনলে নিজেকে স্মার্ট স্মার্ট ভাব দেখানো যায় অন্যদের কাছে ঐটাই তাদের পছন্দের। ভাবটা এমন যে "আমি ঐ ব্যান্ডের গান শুনি , বুঝছোস"। এটা তাদের কাছে এক ধরনের ফ্যাসানও বটে।তবে এদের মধ্যে একটা পজেটিভ ব্যপার থাকে যে এরা নতুন কিছু খুব সহযেই মেনে নিতে পারে।
এবার আরেকটু বড় হওয়ার পর দেখা যায় খুব বেছে বেছে ভালো গান গুলা শুনার অভ্যাস গড়ে তুলে।যাকে বালে একজন শুদ্ধ শ্রোতা আর এর মধ্যে যারা ছ্যাকা ম্যাকা খাইছে তাদের কাছে ছ্যাকা খাওয়া গান দুনিয়ার সেরা গান।এরপর যখন পুরাপুরি বড় তখন সেই পিচ্চি কালের না বুঝে শুনা বা ফ্যাসানের জন্য শুনা গানগুলা হঠাৎ শুনে পুরান দিন গুলার কথা ভেবে নষ্টালজিক হয়।যাকে বলে দুঃখ বিলাস। মনে হয় মানুষের একটা সময় কাটে সামনের কথা ভেবে আর আরেকটা সময় কাটে আগের কথা ভেবে।আর মাঝ দিয়া বয়স বেড়ে কবরে যাবার সময় হয়ে যায়।
বহুত হইলো পন্ডিতগিরি। এইবার কই আমার ক্যান এই কথা গুলান মনে হইলো।শুনেছি মানুষের মুডের উপর গান শুনার ধরন নির্ভর করে। আমার তো দেখি উল্টা হয়। গানের উপর আমার মুড নির্ভর করে।
তো ৩১স্ট এ হুট করে প্ল্যান হয়ে গেলো যে বাইরে যাবো। যাবার পথে গাড়ির মধ্যে গান শুনতে ছিলাম। তো প্রথম গান " দশ মাস দশ দিন তোমার অংশ ছিলাম" কনার এই গান শুনে আমার মন খারাপ হতে শুরু করলো। মনে হইলো আমি আম্মুর সাথে মাঝে মাঝে রাগ করি এটা ঠিক না। আর করব না এখোন থেকে ভালো হইয়া যাবো।রাস্তাতেও দেখি কোন আলো নাই। জানিনা কি করনে ল্যাম্পপোষ্ট গুলা অফ করা ছিলো। আকাশে তারা গুলাও দেখা যাচ্ছিলো।
এরপর গান শেষ হয়ে শুরু হইলো " ধিম তানা নাচে ধিম তানা" গানের মিউসিক শুইনা মুড পুরা উল্টাইয়া গেলো। মাথার মধ্যে মনে হইতে শুরু হইলো যে আশে পাশে বৃষ্টি হইতে শুরু হইছে। কিন্তু না ঐ গানের মধ্যের বৃষ্টির শব্দ।হঠাৎ কইরা দেখি রাস্তার পাশের ল্যম্পপোষ্টের আলোও জলতেছে। গানের মিউসিক শুনে মন ভালো হয়ে গেলো। এরপর আব্বু দেখি এফএম অন করলো সেখানে আগে থেকেই বাজছিলো "Cause this is thriller, thriller night" এইটা শুনে তো গানের মিউসসিক ভিডিও তে মাইকেল চাচার নাচের স্টেপগুলান মনে পড়তে লাগলো। কিছু দূর যেতেই দেখি চারপাশে ধুয়াতে ভইরা গেলো। কেমুন যানি ভুতুড়ে ভুতুড়ে ভাব এর মধ্যে দেখি কয়েকটা বাদ দিয়ে দিয়ে ল্যাম্পপোষ্ট অন করা। মুড তখন আমার আছে নাকি নিজেও টের পাইলাম না।এমনিতেও ভুতে ভয় লাগে আমার।পরে দেখি যে পাশের জঙ্গল পুড়ানোর ধুয়া ঐ গুলান

তো এর মধ্যে দিয়া পৌছে গেলাম। আর পরে বাসাতে আইসা এই পন্ডিতগিরি ভাইবা বাইর করলাম।

সবাইরে হেপ্পি নিউ উয়ার ! আর আমার নিজেরে হেপ্পি বাড্ডে !
